Tranding

12:38 PM - 01 Dec 2025

Home / World / কুখ্যাত নাৎসিকে কানাডা পার্লামেন্টে সম্মান! নিন্দায় পদত্যাগ স্পিকারের

কুখ্যাত নাৎসিকে কানাডা পার্লামেন্টে সম্মান! নিন্দায় পদত্যাগ স্পিকারের

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সর্বাধিনায়ক অ্যাডল্ফ হিটলারের কুখ্যাত ওয়াফেন এসএস বাহিনীর সদস্য ছিলেন হুঙ্কা নামের ইউক্রেনীয় নাৎসি। ইউক্রেনে এসএস-এর ‘গ্যালিসিয়া’ ডিভিশনের সদস্য ছিলেন তিনি। বর্তমানে তার বয়স ৯৮ বছর। এমন হুঙ্কাকে ‘ইউক্রেন ও কানাডার হিরো’ বলে উল্লেখ করেন দেশটির পার্লামেন্টের স্পিকার অ্যান্থনি রোটা। সেই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গিয়েছিলেন সেখানে।

কুখ্যাত নাৎসিকে কানাডা পার্লামেন্টে সম্মান! নিন্দায় পদত্যাগ স্পিকারের

কুখ্যাত নাৎসিকে কানাডা পার্লামেন্টে সম্মান! নিন্দায় পদত্যাগ স্পিকারের


 ২৭ সেপ্টেম্বর ২০২৩


২২ সেপ্টেম্বর ইয়ারোস্লাভ হুঙ্কা নামের ইউক্রেনের এক নাৎসিকে সম্মান জানানো হয় কানাডার পার্লামেন্টে। যাকে ঘিরে শুরু হয়েছিল প্রবল বিতর্ক। শেষপর্যন্ত সেই বিতর্কের জেরে পদত্যাগ করলেন কানাডা পার্লামেন্টের স্পিকার অ্যান্থনি রোটা।


ঠিক কী হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সর্বাধিনায়ক অ্যাডল্ফ হিটলারের কুখ্যাত ওয়াফেন এসএস বাহিনীর সদস্য ছিলেন হুঙ্কা নামের ইউক্রেনীয় নাৎসি। ইউক্রেনে এসএস-এর ‘গ্যালিসিয়া’ ডিভিশনের সদস্য ছিলেন তিনি। বর্তমানে তার বয়স ৯৮ বছর। এমন হুঙ্কাকে ‘ইউক্রেন ও কানাডার হিরো’ বলে উল্লেখ করেন দেশটির পার্লামেন্টের স্পিকার অ্যান্থনি রোটা। সেই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গিয়েছিলেন সেখানে।

 
কানাডার এমন কাজে ক্ষুব্ধ রাশিয়া। অটোয়ার কাছে জবাব তলব করেছে মস্কো। তাৎপর্যপূর্ণ ভাবে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে কানাডা। এবার এক নাৎসিকে সম্মান জানানোয় বিতর্ক তৈরি হওয়ায় তাদের উপরে যে চাপ বাড়ছে তা স্পষ্ট।

 
শুধু তাই নয়, এই নিয়ে সরগরম কানাডার জাতীয় রাজনীতিও। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে একহাত নিয়েছেন দেশটির বিরোধী দলনেতা পিয়ের পলিয়েভরে। বাড়তে থাকা চাপের মধ্যে এবার পদত্যাগ করলেন অ্যান্থনি।

Your Opinion

We hate spam as much as you do