Tranding

03:50 PM - 01 Dec 2025

Home / World / পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে বাম প্রার্থী পেড্র ক্যাস্তিলো জয়ের পথে

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে বাম প্রার্থী পেড্র ক্যাস্তিলো জয়ের পথে

মঙ্গলবার সকাল পর্যন্ত রবিবার হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে বাম প্রার্থী পেড্র ক্যাস্তিলোর পক্ষে ৫০.২% ভোট নিশ্চিত হয়ে গেল । যেখানে দক্ষিণপন্থী প্রতিদ্বন্দ্বী কেইকো ফুজিমরি এর পক্ষে ৪৯.৭ % ভোট পড়েছে ।

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে বাম প্রার্থী পেড্র ক্যাস্তিলো জয়ের পথে

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে বাম প্রার্থী পেড্র ক্যাস্তিলো জয়ের পথে

লাতিন আমেরিকায় আবার বামপন্থীদের অগ্রগতি বিশেষভাবে লক্ষ করা যাচ্ছে। চিলি , বলিভিয়া , ব্রাজিলের পর পেরু ।  মঙ্গলবার সকাল পর্যন্ত রবিবার হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে বাম প্রার্থী পেড্র ক্যাস্তিলোর পক্ষে  ৫০.২%  ভোট নিশ্চিত হয়ে গেল । যেখানে দক্ষিণপন্থী প্রতিদ্বন্দ্বী কেইকো ফুজিমরি এর পক্ষে ৪৯.৭ % ভোট পড়েছে । ইতিমধ্যে বৈধ ভোটের  ৯২.৩% গণনা সম্পূর্ণ হয়েছে । পেরুর ১৭ মিলিওন মতদাতা ভোট দিয়েছেন যা দেশের মোট ভোটারের ৭৬.৯% ।

 

(বামপন্থী  দল এর লোগো ) পেড্র ক্যাস্তিলো এর সমর্থকদের উল্লাস-----

এক বিরাট রাজনৈতিক ঝড়ের পর এই ভোট হল । গত বছর দুই প্রেসিডেন্ট আর্থিক কেলেঙ্কারির দায়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ।  

ক্যাস্তিলো বলেছেন পেরুর গণতন্ত্রের পক্ষে জনগণের রায় । অন্যদিকে ফুজিমরি নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন ।

ক্যাস্তিলোর বক্তব্য “ আমাদের গণতন্ত্রের প্রতি যত্নবান হতে হবে , আমাদের ভালোবাসার পেরুর ভিতর ও বাইরের প্রতিটি ভোটে তার প্রকাশ হয়েছে । আমরা থামতে পারব না । এই ঐতিহাসিক জয় এক নতুন দেশের জন্ম দিতে চলেছে”

 

দখিন পন্থী দলের প্রার্থী ফুজিমরি এর লোগো

৪৬ বছর বয়সী Fuerja popular দলের প্রার্থী দক্ষিণ পন্থী ফুজিমরি , সমস্ত জনপ্রিয় দলের বামপন্থী জোট ক্যাস্তিলোর দল peru libre “মুক্ত পেরু” এর প্রাপ্ত ভোটের ক্ষেত্রে হারের জন্য কারচুপির অভিযোগ আনলেন । গণনার দেরীকে , তার প্রচারের উপযুক্ত পরিণাম না হওয়ার জন্য দায়ী করেন ।

যদিও দ্য গার্ডিয়ান পত্রিকা লিখেছে এক আন্তঃঅ্যামেরিকান অবসারভার দল ভোট গণনা একেবারে সঠিক ভাবেই হয়েছে বলে মত প্রকাশ করেন ।

নির্বাচনে গণনার একেবারে শেষ না হওয়া পর্যন্ত বামপন্থী ক্যাস্তিলো লিমাতে তার সমর্থকদের শান্তি বজায় রাখতে বলেন ।

কেইকো ফুজিমরি , ব্যাপক দুর্নীতি ও গণহত্যার দায়ে বর্তমানে ২৫ বছরের সাজা প্রাপ্ত  পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমরির মেয়ে । বর্তমানে কেইকো ফুজিমরির বিরুদ্ধেও নির্বাচনে প্রচারের জন্য প্রচুর বেআইনি অর্থ নেওয়ার অভিযোগ এসেছে ।

কোভিড বিধ্বস্ত পেরুর ভোটে  গ্রামএর দারিদ্র আর শহরের ধনীর মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে । এখন দেশে খুব খারাপ অর্থনৈতিক নিম্নগামিতার ফলে পেরুতে নতুন করে ১০% মানুষ দারিদ্র সীমার নীচে চলে গেছেন । হাজার হাজার নতুন করে বেকার হয়ে যাওয়া মানুষকে শহর ছেড়ে প্রত্যন্ত গ্রামে ফিরে যেতে হয়েছে ।

Your Opinion

We hate spam as much as you do