Tranding

03:50 PM - 01 Dec 2025

Home / Other Districts / দীর্ঘ আন্দোলনের ফলে রাজ‍্যে চটকলে শ্রমিকের ন‍্যুনতম বেতন বাড়লো

দীর্ঘ আন্দোলনের ফলে রাজ‍্যে চটকলে শ্রমিকের ন‍্যুনতম বেতন বাড়লো

এদিন জুটমিল মালিকদের সংগঠন এবং মোট ২৩টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে রাজ্য শ্রম দপ্তরের এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে হাজির ছিলেন রাজ্য শ্রম, আইন ও বিচার বিভাগের মন্ত্রী মলয় ঘটক। রাজ্যের তরফে চুক্তিতে সই করেন অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত।

দীর্ঘ আন্দোলনের ফলে রাজ‍্যে চটকলে শ্রমিকের ন‍্যুনতম বেতন বাড়লো

দীর্ঘ আন্দোলনের ফলে রাজ‍্যে চটকলে শ্রমিকের ন‍্যুনতম বেতন বাড়লো 


4 Jan 2024 


গত ২০১৯ সালে হওয়া ত্রিপাক্ষিক চুক্তির মেয়াদ ২০২২ এর ৩১ শে আগস্ট শেষ হয়ে গেছে প্রায় এক বছর দুমাস পরে নতুন বছরে মাইনে বাড়ল রাজ্যের জুটমিলের শ্রমিকদের। বুধবার রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে ১১৩টি জুটমিলের প্রায় আড়াই লাখ শ্রমিকদের জন্য নতুন চুক্তি সাক্ষর করা হয়েছে। জানা গিয়েছে, যেইসব নয়া শ্রমিকরা জুটমিলে যোগ দেবেন তাঁদের মাসিক বেতন হবে ১৪,০৬৬ টাকা। এ ছাড়াও ২০০২ এবং ২০১৯ সালের শ্রমিকদেরও মাসিক বেতন বাড়ানো হয়েছে। লাগু হবে আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে।
 

নতুন বছরের শুরুতেই রাজ্যের মোট ১১৩টি জুটমিলের প্রায় আড়াই লক্ষ শ্রমিকদের জন্য নতুন চুক্তি স্বাক্ষরিত হলো।


এদিন জুটমিল মালিকদের সংগঠন এবং মোট ২৩টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে রাজ্য শ্রম দপ্তরের এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে হাজির ছিলেন রাজ্য শ্রম, আইন ও বিচার বিভাগের মন্ত্রী মলয় ঘটক। রাজ্যের তরফে চুক্তিতে সই করেন অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত।

চুক্তি অনুযায়ী, যে সব শ্রমিক জুটমিলের কাজে নতুন যোগ দেবেন তাঁদের দৈনিক ৩৭০ বেতন বেড়ে হবে ৫১৫ টাকা। আগের থেকে প্রায় মাসে ৩৫৬২ টাকা মজুরি বাড়তে চলেছে তাঁদের।  পুরোনো শ্রমিকদের মাসিক বেতন ১০৮৫ টাকা বাড়বে। 
 সমস্ত ধরনের শ্রমিকের বাড়িভাড়া বাবদ ভাতা ৫% থেকে বাড়িয়ে ৭.৫% করা হয়েছে।

বাম সি আই টি ইউ অনুমোদিত বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন সহ ২১ টি ট্রেড ইউনিয়নের দীর্ঘ আন্দোলন এক্ষেত্রে প্রাসঙ্গিক বিশেষ করে গত পুজোর পর থেকে লাল ঝাণ্ডার ইউনিয়নগুলি নেতৃত্বে গেট সভাসহ শ্রমিকদের সচেতন করা এবং মালিকপক্ষের সঙ্গে ও সরকারকে বারবার সতর্কীকরণ করার কাজ করে গেছে। গত ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রথম ত্রিপাক্ষিক বৈঠক ডাকে প্রায় এক বছর পরে এই চুক্তি কিছুটা সম্পাদিত হয় যদিও স্থায়ী শ্রমিকের বিষয়ে চুক্তির শর্তগুলি না মানলে ভবিষ্যতে আবার আন্দোলনের পথে যাবে এই বার্তা ২১ টি চটকল ট্রেড ইউনিয়নের আহ্বায়ক  অনাদি সাহু। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জানান চটকলে অর্ডার সংক্রান্ত সংকটের কথা বিশেষ করে কেন্দ্রীয় সরকার যেভাবে প্লাস্টিক লবিকে উৎসাহিত করার জন্য চটের বস্তার অর্ডার কমিয়ে দিচ্ছে সেই বিষয়েও ২১টি ট্রেড ইউনিয়ন আন্দোলনের পথে থাকবে  বলে জানানো হয়।

Your Opinion

We hate spam as much as you do