স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানা যায়, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এই হামলায় মোট প্রাণহানির সংখ্যা ৫৩ হাজার ৭৬২-তে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ১০৭টি লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে, এবং আহত হয়েছেন আরও ২৪৭ জন। মন্ত্রণালয়ের ভাষ্য, "ধ্বংসস্তূপ ও রাস্তার পাশে আরও অনেক লাশ পড়ে আছে, উদ্ধারকর্মীরা সেগুলোর কাছে পৌঁছাতে পারছেন না।" একইসঙ্গে তারা জানিয়েছে, ২৯ জন শিশু ও বৃদ্ধের মৃত্যুকে অনাহারজনিত হিসেবে শনাক্ত করা হয়েছে। হাজার হাজার মানুষ এখনও মারাত্মক খাদ্যসংকটে ভুগছেন, যা অনাহারে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তুলছে।
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৮৫, অনাহারে মৃত্যু ২৯ ফিলিস্তিনির
২৩ মে ২০২৫,
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় আড়াইশো। একইসঙ্গে খাদ্যাভাব ও অপুষ্টির কারণে আরও ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৩ হাজার ৮০০ জনে পৌঁছেছে।
ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৩ মে) থেকে শুক্রবার পর্যন্ত সময়ে, যখন ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে আগ্রাসন জোরদার করেছে। আল জাজিরা ও আনাদোলুর পৃথক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েলের পুনরায় হামলা শুরু হওয়ার পর প্রায় ৩ হাজার ৬১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ হাজারেরও বেশি মানুষ। এই সহিংসতা এমন সময় হচ্ছে যখন জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের যে চুক্তি হয়েছিল, তা কার্যত ভেঙে গেছে। একদিকে বোমার আঘাতে মৃত্যু, অন্যদিকে খাদ্যসঙ্কটে নিঃশেষ হচ্ছে জীবন — এই দ্বিমুখী বিপর্যয় এক ভয়াবহ মানবিক সংকটের দিকে ইঙ্গিত করছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানা যায়, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এই হামলায় মোট প্রাণহানির সংখ্যা ৫৩ হাজার ৭৬২-তে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ১০৭টি লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে, এবং আহত হয়েছেন আরও ২৪৭ জন। মন্ত্রণালয়ের ভাষ্য, "ধ্বংসস্তূপ ও রাস্তার পাশে আরও অনেক লাশ পড়ে আছে, উদ্ধারকর্মীরা সেগুলোর কাছে পৌঁছাতে পারছেন না।" একইসঙ্গে তারা জানিয়েছে, ২৯ জন শিশু ও বৃদ্ধের মৃত্যুকে অনাহারজনিত হিসেবে শনাক্ত করা হয়েছে। হাজার হাজার মানুষ এখনও মারাত্মক খাদ্যসংকটে ভুগছেন, যা অনাহারে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তুলছে।
এতসব সহিংসতা ও মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন বলেই মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি মামলা চলছে।
We hate spam as much as you do