Tranding

01:42 PM - 01 Dec 2025

Home / Other Districts / নদীয়ার তেহট্টে ৩০০ জন তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান

নদীয়ার তেহট্টে ৩০০ জন তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান

নুরজাহানের স্বামী হাবিবের কথায়, “তৃণমূল তো পঞ্চায়েত স্তর থেকে রাজ্যস্তরে দুর্নীতিগ্রস্ত। আমরা তাই সিপিআইএমে এলাম। আমার সঙ্গে আরও ৫০টি পরিবার এই যোগদানে শামিল হল। আমাদের গ্রামের রাস্তাঘাট থেকে স্কুল, সবকিছু অবহেলিত। আমাদের এখন যিনি বিধায়ক সেই তাপস সাহার নামে চাকরির দুর্নীতির অভিযোগ। পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য তো সপরিবারে জেলে।” তাঁর বক্তব্য, তাঁর স্ত্রী যে কোথাও গিয়ে বলবেন পঞ্চায়েত সদস্য, দলের নেতারা সেই মুখ রাখেননি। কোথাও গিয়ে তৃণমূলের সদস্য বললে শুনতে হচ্ছে, ‘চোর পার্টির সদস্য’। তাই দলবদলের সিদ্ধান্ত।

নদীয়ার তেহট্টে ৩০০ জন তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান

নদীয়ার তেহট্টে ৩০০ জন তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান,'চোর' পার্টি আর শুনতে হবে 


Apr 03, 2023 


 তৃণমূল (TMC) ছেড়ে সিপিআইএমের (CPIM) পতাকা হাতে তুলে নিলেন প্রায় ৩০০ জন। রবিবার নদিয়া জেলার তেহট্ট থানার শ্যামনগর গ্রামপঞ্চায়েত এলাকায় এই যোগদান পর্ব হয়। পঞ্চায়েত ভোটের  মুখে এমন ঘটনায় জোর চর্চা জেলায়। যদিও তৃণমূলের দাবি, এসব গুরুত্বহীন বিষয়। এদিন শ্যামনগরের এক পঞ্চায়েত সদস্য-সহ প্রায় ৩০০ জন তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দেন বলে দাবি সিপিএমের। শ্যামনগরের একটি পথসভায় নতুন সদস্যদের হাতে পতাকা তুলে দেন তেহট্টের প্রাক্তন বিধায়ক রঞ্জিত মণ্ডল ও এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস। তৃণমূলের তরফে যদিও বিষয়টি আমল দিতে নারাজ। শ্যামনগরের পঞ্চায়েত সদস্য নুরজাহান বিবি, তাঁর স্বামী হাবিব শেখ-সহ ৬০টি পরিবার সিপিআইএমে যোগ দেন এদিন। নুরজাহান বিবির বক্তব্য, “তৃণমূল এখন দুর্নীতিতে ভরা। এই দলের হয়ে ভোট চাইতে যেতে পারব না। আর বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের লড়ারও ক্ষমতা নেই। সিপিআইএম একমাত্র বিকল্প। তারাই পারবে লড়াই করতে। তাই এই দলে যোগ দিলাম।”


নুরজাহানের স্বামী হাবিবের কথায়, “তৃণমূল তো পঞ্চায়েত স্তর থেকে রাজ্যস্তরে দুর্নীতিগ্রস্ত। আমরা তাই সিপিআইএমে এলাম। আমার সঙ্গে আরও ৫০টি পরিবার এই যোগদানে শামিল হল। আমাদের গ্রামের রাস্তাঘাট থেকে স্কুল, সবকিছু অবহেলিত। আমাদের এখন যিনি বিধায়ক সেই তাপস সাহার নামে চাকরির দুর্নীতির অভিযোগ। পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য তো সপরিবারে জেলে।” তাঁর বক্তব্য, তাঁর স্ত্রী যে কোথাও গিয়ে বলবেন পঞ্চায়েত সদস্য, দলের নেতারা সেই মুখ রাখেননি। কোথাও গিয়ে তৃণমূলের সদস্য বললে শুনতে হচ্ছে, ‘চোর পার্টির সদস্য’। তাই দলবদলের সিদ্ধান্ত।


এই যোগদানে সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস বলেন, “মানুষ তৃণমূলকে ভোট দিয়ে বুঝতে পেরেছেন। সদস্যরাও বুঝঝেন মানুষের জন্য কাজ করে একমাত্র সিপিআইএম। আর বিজেপি তৃণমূলের সেটিং আছে এটা দিনের আলোর মতো পরিষ্কার। আগামী পঞ্চায়েতের আগে আরও মানুষ আমাদের দিকে ফিরবে। আমরাই সারা বছর মানুষের পাশে থাকি।” তবে তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বরূপ রায় এসবে আমল দিতে নারাজ। তাঁর বক্তব্য, “এসব ঘটনা একদমই গুরুত্বহীন। বিস্তারিত খোঁজ নিয়ে দেখছি।

Your Opinion

We hate spam as much as you do