Tranding

05:08 PM - 01 Dec 2025

Home / Other Districts / ভবানীপুরে অভিষেকের বাড়ির সামনে দম্পতি খুনে যে প্রশ্নগুলি উঠে আসছে

ভবানীপুরে অভিষেকের বাড়ির সামনে দম্পতি খুনে যে প্রশ্নগুলি উঠে আসছে

সোমবার সন্ধ্যায় হরিশ মুখার্জি রোডের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় দম্পতি অশোক এবং রেশমী শাহের দেহ। দু’জনের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও ভোঁতা জাতীয় কিছু দিয়ে আঘাত করে দু’জনকে খুন করা হয়েছে।

ভবানীপুরে অভিষেকের বাড়ির সামনে দম্পতি খুনে যে প্রশ্নগুলি উঠে আসছে

ভবানীপুরে অভিষেকের বাড়ির সামনে দম্পতি খুনে যে প্রশ্নগুলি উঠে আসছে


ভবানীপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল-ছোড়া দূরত্বে খুন হয়েছেন এক প্রৌঢ় দম্পতি। কে বা কারা খুন করছে তা নিয়ে এখনও ধন্ধে পুলিশ।

সোমবার সন্ধ্যায় হরিশ মুখার্জি রোডের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় দম্পতি অশোক এবং রেশমী শাহের দেহ। দু’জনের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও ভোঁতা জাতীয় কিছু দিয়ে আঘাত করে দু’জনকে খুন করা হয়েছে।


রাতেই পুলিশ কুকুর এনে বোঝার চেষ্টা চলে আততায়ীদের গতিবিধি। কুকুর ফ্ল্যাট থেকে বেরিয়ে ৫০০ মিটার দূরত্ব পর্যন্ত যায়।

এই খুনের ঘটনায় কয়েকটি প্রশ্ন তদন্তকারীদের ভাবাচ্ছে। খুন করে সবার নজর এড়িয়ে কী ভাবে পালালেন আততায়ী? তবে কি পরিচিত কেউ এই খুনের ঘটনার সঙ্গে জড়িত? যে কারণে খুন করে আততায়ী পালিয়ে গেলেও কেউ সন্দেহ করেনি?

মুখ্যমন্ত্রীর ফোন দম্পতির মেয়েকে জানা গিয়েছে, ওই প্রৌঢ় দম্পতির তিন মেয়ে রয়েছে। মঙ্গলবার এক মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দেন দ্রুত এই খুনের ঘটনার নিস্পত্তি করা হবে। কিন্তু কারা, কোন পথে তদন্ত করবে তা তিনি স্পষ্ট করেননি।
তবে এই ফোন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তাদের কথায়, যদি দম্পতির মেয়েরা সিবিআই তদন্ত দাবি করে বসেন, সেই ভয়েই কি তড়িঘড়ি মেয়েকে ফোন মুখ্যমন্ত্রীর।

তৃণমূল অবশ্য এই কটাক্ষকে উড়িয়ে দিয়ে বলেছে, রাজ্যের স্বারাষ্ট্রমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী ফোন করতেই পারেন। এ নিয়ে ‘অযথা রাজনীতি’ করার কিছু নেই।


প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাড়ি বিক্রি নিয়ে ক্রেতা সঙ্গে বচসা হয় দম্পতির। বাড়ির জন্য ৬০ লক্ষ টাকা চেয়েছিলেন তাঁরা। কিন্তু ক্রেতা সেই টাকা দিতে রাজি হননি। খুনের কারণ কি বাড়ি বিক্রি নিয়েই কি বচসা? তা-ও খতিয়ে দেখেছে পুলিশ। চলছে ক্রেতার খোঁজ।

Your Opinion

We hate spam as much as you do