Tranding

05:54 PM - 01 Dec 2025

Home / Article / ভারতে কর্ম-সংস্থানের অবস্থা ‘রীতিমতো উদ্বেগজনক’, রঘুরাম! প্রাক্তন RBI কর্তার তীর কেন্দ্রের দিকে

ভারতে কর্ম-সংস্থানের অবস্থা ‘রীতিমতো উদ্বেগজনক’, রঘুরাম! প্রাক্তন RBI কর্তার তীর কেন্দ্রের দিকে

তাঁর কথায়, ‘‘আমাদের আরও অনেক কিছু করা বাকি রয়েছে। শুধুই আমরা এই শিখর স্পর্শ করেছি বা দেশের পঞ্চম বৃহত্তম অর্থনীতি আমরা, এটুকুই দাবি করলে হবে না। বরং বর্তমান কর্ম সংস্থানের সম্ভাবনা বাড়ানোর জন্য আরও কাজ করতে হবে। কারণ, দেশের কর্ম সংস্থানের পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।’’

ভারতে কর্ম-সংস্থানের অবস্থা ‘রীতিমতো উদ্বেগজনক’, রঘুরাম! প্রাক্তন RBI কর্তার তীর কেন্দ্রের দিকে

ভারতে কর্ম-সংস্থানের অবস্থা ‘রীতিমতো উদ্বেগজনক’, রঘুরাম! প্রাক্তন RBI কর্তার তীর কেন্দ্রের দিকে
 

29 Oct 2022, 


দেশের কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গর্ভনর রঘুরাম রাজন। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন তিনি।

দেশে কর্মসংস্থানের পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় সরকারকে চাকরির সম্ভাবনা বাড়ানো দরকার। এমনটাই জানিয়েছেন আরবিআই-এর প্রাক্তন গর্ভনর রঘুরাম রাজন।

দেশে কর্মসংস্থানের পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় সরকারকে চাকরির সম্ভাবনা যাতে বৃদ্ধি করা যায়, সেদিকে জোর দেওয়া উচিত। বুধবার এমনটাই মন্তব্য করলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গর্ভনর রঘুরাম রাজন।


তাঁর কথায়, ‘‘আমাদের আরও অনেক কিছু করা বাকি রয়েছে। শুধুই আমরা এই শিখর স্পর্শ করেছি বা দেশের পঞ্চম বৃহত্তম অর্থনীতি আমরা, এটুকুই দাবি করলে হবে না। বরং বর্তমান কর্ম সংস্থানের সম্ভাবনা বাড়ানোর জন্য আরও কাজ করতে হবে। কারণ, দেশের কর্ম সংস্থানের পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।’’

আমেদাবাদের Indian Institute of Management-এর পড়ুয়াদের সঙ্গে এক আলাপচারিতার সময় প্রাক্তন আরবিআই গর্ভনর এই মন্তব্য করেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করেন রঘুরাম রাজন। তা হল, দেশে কৃষিক্ষেত্রে যোগদান করা ক্রমবর্ধমান জনগোষ্ঠীর সংখ্যা। যা উন্নয়নশীল অর্থনীতির পক্ষে মোটেই ভাল চিত্র নয়।
তিনি বলেন, ”কেবল এটুকু বললেই হবে না যে, আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতি। বরং শ্রমপ্রধান চাকরিকে সমর্থন দিতে হবে। এই ধরনের চাকরি সৃষ্টি করতে হবে। আমি কিন্তু মনে করছি পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।”


প্রাক্তন আরবিআই গর্ভনরের কথায়, ‘‘কৃষিকাজ ছেড়ে মানুষ উৎপাদন বা চাকরিক্ষেত্রে কাজ করতে যায়। কিন্তু গত ২ বছরের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে যে, মানুষ এই দুই ক্ষেত্র ছেড়ে কৃষিকাজে পুনরায় যোগদান করছেন। ফলে কর্মসংস্থানের যে দাবি প্রচার করা হচ্ছে, তা ঠিক নয়। কারণ, সেই হিসেবের মধ্যে কৃষিকাজে ফেরত যাওয়া গোষ্ঠীকে গণ্য করা হচ্ছে না।’’

University of Chicago-র Booth School of Business-এর Katherine Dusak Miller Distinguished Service Professor of Finance রঘুরাম রাজন ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ৩ বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনরের দায়িত্ব সামলেছিলেন।


প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে production-linked incentive (PLI) প্রকল্প চালু করেছে। যার মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদনের উপরে কেন্দ্রীয় সরকারের তরফে আর্থিক সাহায্য করা হচ্ছে। এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কেন্দ্র।

সম্প্রীতি, কেন্দ্র সরকারের তরফ থেকে “রোজগার মেলার” আয়োজন করা হয়েছিল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে। তবে কেন্দ্র সরকারের পদক্ষেপে সম্পূর্ণ খুশি নন তিনি। তিনি বলেন, “আমি বলছি না নির্মাণ ক্ষেত্রে আমরা মনোযোগ দেব না। কিন্তু অন্য ক্ষেত্রেও শক্তিশালী হয়ে ওঠা দরকার। কেবল দেশেই নয়, রপ্তানির ক্ষেত্রেও।” শুধুমাত্র নির্মাণ ক্ষেত্রের দিকে কেন্দ্র সরকারের মনোযোগ দেওয়াটা সঠিক পদক্ষেপ নয় বলেই দাবি করছেন তিনি।

রাজন জানাচ্ছেন, শুধুমাত্রই ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের উপরে ভরসা করে দেশের অর্থনৈতিক বৃদ্ধির ভিত প্রস্তুত করা এবং কর্ম সংস্থান বাড়ানোর কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার মধ্যে গলদ রয়েছে।

 

তিনি জানাচ্ছেন, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের উপরে জোর দেওয়াটা যে অনুচিত, তা নয়। কিন্তু যে পরিমাণ ভর্তুকি বা অর্থ এই ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে, তা আদৌ কতটা ফলপ্রসূ, তা যাচাই করে দেখা প্রয়োজন। সে কারণে শ্রমভিত্তিক কর্ম সংস্থান তৈরির উপরে সরকারের গুরুত্ব দেওয়া উচিত। কারণ, তা দ্রুত করা যাবে বলে মনে করছেন তিনি।
    

Your Opinion

We hate spam as much as you do