ইতিমধ্যেই সেই লেলিহান আগুনে সাত জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মৃতদের মধ্যে ৪ জন দমকল কর্মী, ২ জন এসটিএফ জওয়ান এবং ১ জন পুলিশের এএসআই।
কলকাতায় আবারও বিধ্বংসী আগুন। এ পর্যন্ত মৃত সাত।
ইষ্টার্ন রেলের নিউ কয়লাঘাট বিল্ডিং-এর ১৩ তলায় সন্ধ্যা ৬ টা নাগাদ বিধ্বংসী আগুন লাগে। খবরে প্রকাশ দমকলের গাড়ি আসতে বেশ কিছুটা কালক্ষেপ করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ইতিমধ্যেই সেই লেলিহান আগুনে সাত জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মৃতদের মধ্যে ৪ জন দমকল কর্মী, ২ জন এসটিএফ জওয়ান এবং ১ জন পুলিশের এএসআই।
প্রচুর খরচ করে অনেক ঢাকঢোল পিটিয়ে রাজ্য সরকার গর্ব দাবি করে থাকে কেবল কলকাতাতেই ৫৫০ টি অত্যাধুনিক অগ্নি নির্বাপক গাড়ি, অত্যাধুনিক ল্যাডার ও ৬৫০০ কর্মী নিয়ে রাজ্যের অগ্নি নির্বাপন ব্যবস্থা নাকি সর্বোৎকৃষ্ট। অথচ এই সরকারের আমলে আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে এই তৃণমূলই বাম আমলে উল্টোডাঙ্গায় বাসন্তী কলোনীতে আগুন লাগলে দমকলের ইঞ্জিনকে অকুস্থলে আসতে বাধা দেওয়ার মত জঘন্য কাজ করেছিল।
এই মুহূর্তে ১০ টি ইঞ্জিন কাজ করলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রনে আনা সম্ভব হয় নি আগুন। ভয়াবহ এই অগ্নিকান্ডে মৃতদের পরিবারের সদস্য, বন্ধু ও স্বজনদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাই। মুখ্যমন্ত্রী যথারীতি মৃতদের পরিবারগুলিকে ১০ লক্ষ টাকা ক'রে দেওয়ার ঘোষনা করেছেন। কিন্তু যার গেল, তার তো গেলই।
We hate spam as much as you do