ঘটনা ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রকালী এলাকায়। এদিন সকালে ভদ্রকালীতে প্রকাশ্যে চলাতে শুরু করে কিছু দুষ্কৃতী। পাল্টা বোমার আওয়াজও পাওয়া য়ায়।
ইসলামপুরে রবিবার প্রকাশ্যে গুলি চলল
এলাকারই দুই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি
দিনের আলোয় ওই গুলি চালনার দৃশ্য ভাইরাল হল এলাকায়। এর সঙ্গে এলাকারই দুই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি কোনও কোনও মহলে। ঘটনা ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রকালী এলাকায়।
এদিন সকালে ভদ্রকালীতে প্রকাশ্যে চলাতে শুরু করে কিছু দুষ্কৃতী। পাল্টা বোমার আওয়াজও পাওয়া য়ায়। বন্দুকের মতো কোনও অস্ত্র থেকে সেই গুলি চালানো হয়। সকালের ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় বিকেলে। এলাকা দখলকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই লড়াই ছিল। এবার তা প্রকাশ্যে গুলির লড়াইয়ের আকারে সামনে চলে এল।
এনিয়ে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মাদ রহিসউদ্দিন বলেন, এমন একটা ভিডিয়ো নজরে এসেছে। ভদ্রকালী এলাকায় দুটি গোষ্ঠীর মধ্যে পুরনো সমস্যা রয়েছে। তার জেরেই ওই গুলি চালিয়েছে কিছু যুবক। বারবার ওদের বলেও কোনও সমাধান হয়নি। প্রশাসনের নজরেও বিষয়টি এনেছি। আজকের গঠনা জেলা পুলিস সুপারকে ঘটনাটি জানিয়েছি।
ছবি - zee 24 ঘন্টা
We hate spam as much as you do