সোমবার TMC নেতা সইফুল লস্করকে পিটিয়ে খুনের ঘটনায় মুখ খুলেছেন CPIM নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ''এই উৎসবের আমেজের মধ্যেই এদিন সকালবেলা নামাজ পড়তে যাওয়ার সময় খুন হয়েছেন তৃণমূল নেতা সইফুল লস্কর। তিনি তৃণমূলের অঞ্চল সভাপতিও। তিনি আবার পঞ্চায়েত সদস্যও। তাঁর স্ত্রী পঞ্চায়েত প্রধান। মাফিয়া নেতা বলে সবাই জানেন, চেনেন। বিস্তীর্ণ এলাকাজুড়ে তাঁর মাফিয়ারাজ চলে। পুলিশের ডাক মাস্টার, একাই সব। বখরার রাজা।
জয়নগরে জোড়া খুন! 'মাফিয়া রাজ চালাচ্ছে তৃণমূল', দাবি সুজনের
Nov 13, 2023
শ্রেফ গুজব মিথ্যা অভিযোগে জয়নগরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানা যায়।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে থানা থেকে মাত্র কিছুটা দূরে থাকা সত্ত্বেও তারা কোনভাবেই অবস্থান নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেনি। বরং ঘটনা ঘটতে দিয়েছে।
জোড়া খুনে সোমবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিন ২৪ পরগনা-এর জয়নগর দলুয়াখাকি এলাকা। শ্যুট আউটে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি। পুলিশ জানিয়েছে মৃতের নাম, সাইফুদ্দিন লস্কর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জয়নগরের দলুয়াখাকি এলাকায়। আর এই ঘটনার পরই ঘটনাস্থল থেকে মাত্র ৫০০ মিটার দূরে অপর এক অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকার একের পর এক CPIM সমর্থকের বাড়িঘর ভাঙচুর, আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। পুলিশকে পাশে রেখে দেদার লুঠ, হামলা চালানোর অভিযোগ দুস্কৃতীদের বিরুদ্ধে।
সোমবার TMC নেতা সইফুল লস্করকে পিটিয়ে খুনের ঘটনায় মুখ খুলেছেন CPIM নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ''এই উৎসবের আমেজের মধ্যেই এদিন সকালবেলা নামাজ পড়তে যাওয়ার সময় খুন হয়েছেন তৃণমূল নেতা সইফুল লস্কর। তিনি তৃণমূলের অঞ্চল সভাপতিও। তিনি আবার পঞ্চায়েত সদস্যও। তাঁর স্ত্রী পঞ্চায়েত প্রধান। মাফিয়া নেতা বলে সবাই জানেন, চেনেন। বিস্তীর্ণ এলাকাজুড়ে তাঁর মাফিয়ারাজ চলে। পুলিশের ডাক মাস্টার, একাই সব। বখরার রাজা। কিন্তু কে জানে না গোটা রাজ্যে এই'ই চলছে তৃণমূলের মধ্যে। ফলে বখরা কে কত পাবেন লড়াই তাঁর। অন্য কোনও কারও ঘাড়ে দোষ চাপানোর কোনও মানে হয় না। দুজন ধরা পড়েছে। তার মধ্যে ইতিমধ্যে একজন মারা গিয়েছে। মানুষের হাতে তিনি খুন হয়েছে। পুলিশ আরেক জনকে ধরেছে। আমি দেখলাম যে, ওর পরিবারের লোকজন আমাদের সিপিএমের লোকজনের নামে দোষ চাপিয়েছে। পরিবার মানে তো তৃণমূলের নেতা। তারা তো আমাদের ঘাড়েই দোষ চাপাবে, দল যা বলে দেবে তাই ই তো করবে। আমি দেখলাম জয়নগরের যিনি TMC বিধায়ক তিনি বললেন যে, সিপিএমের পায়ের তলায় মাটি নেই ঐ এলাকায়, অতএব সিপিএম খুন করেছে।''
বাম নেতা আরও বলেন, '' সিপিএমের পায়ের তলায় মাটি নেই বলে খুন হয়েছে। এটা কী ধরণের যুক্তি হল? আর যিনি বলছেন সেই বিধায়কের গাড়িতে তিনজন খুন হয়েছে। সিপিআইএমের ঘাড়ে দোষ চাপানো হয়েছিল। পরে দেখা গেল, তৃণমূলের গোষ্ঠীকোন্দল। গোটা রাজ্যজুড়ে এই জিনিস চলছে। কারও ঘাড়ে দোষ না চাপিয়ে খুনিকে খুঁজে বের করা হোক। যথাযথ তদন্ত করা হোক। এর ওর ঘাড়ে দোষ চাপিয়ে খুনিকে প্রশয় দেওয়া এই তৃণমূলি রাজনীতি এটা বিপজ্জনক হচ্ছে, এটা চলতে পারে না। আমি মৃত্যুর নিন্দা করছি, খুনের নিন্দা করছি। কিন্তু মাফিয়া রাজত্ব চললে যা হয় তাই চলছে।''
উল্লেখ্য, উৎসবের শেষলগ্নে ফের উত্তপ্ত বাংলা। বগটুইকাণ্ডের ছায়া জয়নগরে। দক্ষিণ ২৪ পরগনায় জোড়া খুনের অভিযোগ। শ্যুট আউটে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি। পুলিশ জানিয়েছে মৃতের নাম, সাইফুদ্দিন লস্কর( ৪৩ )। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জয়নগরের দলুয়াখাকি এলাকায়। সূত্রের খবর, বাড়ির কাছেই মসজিদে নমাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের অতর্কিত হামলায় খুন হন সাইফুদ্দিন লস্কর। মৃত ওই ব্যক্তি জয়নগর থানার বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এছাড়াও তিনি বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি ছিলেন।
We hate spam as much as you do