Tranding

05:14 PM - 01 Dec 2025

Home / Other Districts / মালদার হাসপাতালে চিকিৎসক-নার্সদের আক্রমন করে গ্রেপ্তার তৃণমূল নেতা

মালদার হাসপাতালে চিকিৎসক-নার্সদের আক্রমন করে গ্রেপ্তার তৃণমূল নেতা

অভিনাশ দাস নামে ওই নেতা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে মঙ্গলবার রাত এগারোটা নাগাদ ঢোকে। অভিযোগ, কর্তব্যরত নার্সদের গালিগালাজ করে। ঘটনাস্থলে উপস্থিত মেডিক্যাল অফিসার প্রভাকর সাহা তার প্রতিবাদ করেন। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত নার্সদের খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। নার্সদের দাবি, শারীরিক নিগ্রহের উদ্দেশে তাঁদের দিকে তেড়ে যান ওই তৃণমূল নেতা।

মালদার হাসপাতালে চিকিৎসক-নার্সদের আক্রমন করে গ্রেপ্তার  তৃণমূল নেতা

মালদার হাসপাতালে চিকিৎসক-নার্সদের আক্রমন করে গ্রেপ্তার  তৃণমূল নেতা


:August 19, 2024 

আবার রাত। আবার চিকিৎসক নিগ্রহ। আবার শাসক দল। আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। নিরাপত্তার দাবিতে সরব চিকিৎসকরা। এই পরিস্থিতিতে নাইট শিফটে থাকা কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের বেধড়ক মারধরের অভিযোগ। তাঁদের খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের এই ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা।


অভিনাশ দাস নামে ওই নেতা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে মঙ্গলবার রাত এগারোটা নাগাদ ঢোকে। অভিযোগ, কর্তব্যরত নার্সদের গালিগালাজ করে। ঘটনাস্থলে উপস্থিত মেডিক্যাল অফিসার প্রভাকর সাহা তার প্রতিবাদ করেন। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত নার্সদের খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। নার্সদের দাবি, শারীরিক নিগ্রহের উদ্দেশে তাঁদের দিকে তেড়ে যান ওই তৃণমূল নেতা। যদিও সেখানে উপস্থিত চিকিৎসক এবং জিডিএ কর্মীরা ওই নেতাকে আটকে দেন। এর পরই খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঙ্গে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়।ল


এই ঘটনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আতঙ্কে রয়েছেন নার্স ও চিকিৎসকরা। ইতিমধ্যেই হাসপাতালের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক প্রভাকর সাহা বলেন, “অভিযুক্ত ব্যক্তি এক রোগীর খোঁজ করতে এসে আমার সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন। উপস্থিত নার্সদেরকেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। আমি তার প্রতিবাদ করলে আমাকে মারধর করা হয়। এর পর সেখানে উপস্থিত নার্সদেরকেও তিনি মারতে যান। আমরা তাতে বাধা দিই। ওই ব্যক্তি আমাদেরকে খুনের হুমকি দেয়। আমরা নিরাপত্তার অভাববোধ করছি।” অভিনাশ দাস নামে ওই তৃণমূল নেতাকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনের সঙ্গে আর জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে হাঁটতেও দেখা গিয়েছিল 

Your Opinion

We hate spam as much as you do