Tranding

02:44 PM - 01 Dec 2025

Home / World / বাংলাদেশে সিলেটে আইনজীবী সমিতি ভোটে আওয়ামী লিগের বড় জয়

বাংলাদেশে সিলেটে আইনজীবী সমিতি ভোটে আওয়ামী লিগের বড় জয়

আর সেই ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা। কয়েকটি পদ পেয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরাও। তবে সেই সংখ্যা অনেকটাই কম।

বাংলাদেশে সিলেটে আইনজীবী সমিতি ভোটে আওয়ামী লিগের বড় জয়

বাংলাদেশে সিলেটে আইনজীবী সমিতি ভোটে আওয়ামী লিগের বড় জয়
 

 January 19, 2025, 


বেশ কয়েকমাস হয়ে গিয়েছে ভারতের আশ্রয়ে আছেন শেখ হাসিনা! গত কয়েকমাসে ওপার বাংলায় তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা রুজু করা হয়েছে। জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এমনকি মুজিবকন্যাকে হাতে পেতে ভারতের কাছে ইতিমধ্যে আবেদনও জানিয়েছে বাংলাদেশ। শুধু হাসিনাই নন, তাঁর মন্ত্রিসভায় থাকা একাধিক মন্ত্রীদের বিরুদ্ধও মামলা দেওয়া হয়েছে।

 

বাদ পড়ছেন না আওয়ামী লিগের নেতা-কর্মীরাও। গত কয়েকমাসে একাধিক হাসিনার দলের একাধিক নিচুতলার কর্মীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। একদিকে যখন আওয়ামী লিগকে বাংলাদেশ থেকে মুছে ফেলার ছক তৈরি, সেখানে দাঁড়িয়ে বড় জয়! সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন ছিল।


আর সেই ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা। কয়েকটি পদ পেয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরাও। তবে সেই সংখ্যা অনেকটাই কম।

 
আর এই জয়ের খবর সামনে আসতেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন বহু আওয়ামি লিগ কর্মী। অনেকেই বলছেন, ফের ঘুরবে হাওয়া! বাংলাদেশের মসনদে হাসিনা রাজ শুরু হবে বলেও হুঁশিয়ারি! বাংলাদেশের সংবাদমাধ্যম 'বাংলা টিব্রিউনে'র খবর অনুযায়ী, সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের গণনা হয় শুক্রবার গোটা দিন ধরে। এক হাজার ৮৫০ জন ভোটারের মধ্যে এক হাজার ৪৬০ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৫ জন প্রার্থী।

 

নির্বাচনে সভাপতি পদে সিলেট নগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল ৭৭০ ভোট ও সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের প্রাক্তন আইন বিষয়ক সম্পাদক জোবায়ের বখত জুবের ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগপন্থি আইনজীবীদের জয়ের খবর সামনে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। কার্যত আবির খেলায় মেতে ওঠেন অনেকেই।

বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের নির্বাচনে লড়াই করতে চায় শেখ হাসিনার আওয়ামী লিগ। আর তাই নতুন করে দলকে চাঙ্গা করতে চলছে মরিয়া চেষ্টা। বিবিসির খবর বলছে, ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে সে দেশের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকও করতে পারেন মুজিবকন্যা। দিতে পারেন বার্তা।

আর তার আগে আইনজীবীদের ভোটে যে জয় আওয়ালী লিগকে অক্সিজেন জোগাবে বলেই মত রাজনৈতিকমহলের। যা নিঃসন্দেহে ইউনস সরকার এবং বিএনপির কাছে চাপের কারণ হতে পারে বলেই খবর। যদিও আগামী নির্বাচনে হাসিনার দল যাতে লড়তে না পারে সেজন্য ময়দানে নেমেছে অন্তবর্তী সরকার। 

Your Opinion

We hate spam as much as you do