Tranding

01:38 PM - 01 Dec 2025

Home / Other Districts / পুরভোটে সংশয়! বিজ্ঞপ্তি জারি নয় এখনই, হাইকোর্টে জানালেন নির্বাচন কমিশনের আইনজীবী

পুরভোটে সংশয়! বিজ্ঞপ্তি জারি নয় এখনই, হাইকোর্টে জানালেন নির্বাচন কমিশনের আইনজীবী

পুরভোটে সংশয়! বিজ্ঞপ্তি জারি নয় এখনই, হাইকোর্টে জানালেন নির্বাচন কমিশনের আইনজীবী হাইকোর্টে এদিন শুনানির পর জানিয়েছে পুরভোট সংক্রান্ত জনস্বার্থ মামলার পরবর্তী শুনানি হবে আগামী সপ্তাহে। অর্থাৎ আপাতত এক সপ্তাহ বিজ্ঞপ্তি প্রকাশরে কোনও সম্ভাবনা নেই।

পুরভোটে সংশয়! বিজ্ঞপ্তি জারি নয় এখনই, হাইকোর্টে জানালেন নির্বাচন কমিশনের আইনজীবী

পুরভোটে সংশয়! বিজ্ঞপ্তি জারি নয় এখনই, হাইকোর্টে জানালেন নির্বাচন কমিশনের আইনজীবী

 

 

রাজ্য সরকার ১৯ ডিসেম্বর পুরভাটের প্রস্তাব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। কমিশন তা মেনে নিয়েও এখনই বিজ্ঞপ্তি জারি করছে না বলে সাফ জানিয়ে দিয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন হাইকোর্টে জানিয়ে দেন, যতদিন ভোট সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানি চলবে, ততদিন পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না।

পুরভোটে সংশয়! বিজ্ঞপ্তি জারি নয় এখনই, হাইকোর্টে জানালেন নির্বাচন কমিশনের আইনজীবী
হাইকোর্টে এদিন শুনানির পর জানিয়েছে পুরভোট সংক্রান্ত জনস্বার্থ মামলার পরবর্তী শুনানি হবে আগামী সপ্তাহে। অর্থাৎ আপাতত এক সপ্তাহ বিজ্ঞপ্তি প্রকাশরে কোনও সম্ভাবনা নেই। রাজ্য নির্বাচন কমিশনের আইনজাবী পার্থসারথি সেনগুপ্ত যে বার্তা হাইকোর্টে দিয়েছেন, তাতেই স্পষ্ট হয়েছে ভোট বিজ্ঞপ্তির এই বার্তা।


গত সপ্তাহে বিজেপির তরফে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়। বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। তিনি মামলায় আবেদন করেন, রাজ্যের সবকটি পুরসভার ভোট বকেয়া পড়ে রয়েছে। সেইসমস্ত ভোট এক সঙ্গে করতে হবে। কেন শুধু হাওড়া ও কলকাতা- দুই পুরনিগমে ভোট করা হবে।

কংগ্রেসের সঙ্গে জোট হলে বামফ্রন্টে থাকবে না ফরওয়ার্ড ব্লক, নয়া শর্তে চাপে সিপিএমকংগ্রেসের সঙ্গে জোট হলে বামফ্রন্টে থাকবে না ফরওয়ার্ড ব্লক, নয়া শর্তে চাপে সিপিএম

মঙ্গলবার এই মামলার শুনানি হয় বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। দুই বিচারপতি নির্বাচন কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন, কেন সব পুরসভায় একসঙ্গে ভোচ করা হচ্ছে না? এই প্রশ্নের জবাবে কমিশনের আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত জানান, আমর এ বিষয়ে হলফনামা জমা দিয়ে জানাব, কেন একসঙ্গে ভোট করা সম্ভব হচ্ছে না।

সেইসঙ্গে কমিশনের আইনজাবী একথাও জানান যে, যতদিন এই মামলার শুনানি চলবে, ততদিন পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে না। এই পরিস্থতিতে ১৯ ডিসেম্বর হাওড়া ও কলকাতা পুরসভার ভোট করা সম্ভব হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেননা একমাস আগে বিজ্ঞপ্তি জারি করাই বিধি। সেই একমাস সময় আর পাওয়া যাবে না।

রাজ্য সরকার কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করে নির্বাচন কমিশনে প্রস্তাব পাঠায় সম্প্রতি উপনির্বাচন পর্ব মেটার পরই। রাজ্য নির্বাচন কমিশন সেই প্রস্তাবে সায়ও দেয়। তবে বিজ্ঞপ্তি জারি করা হয়নি এখনও। এরই মধ্যে বিজেপির তরফে দাবি জানানো হয়, সব পুরসভা ভোট একসঙ্গে হোক। তা বনা সম্ভব হলে অন্তত একই দিনে গণনা করা হোক।

 

Your Opinion

We hate spam as much as you do