Tranding

01:37 PM - 01 Dec 2025

Home / World / ব্রাজিলে ফুটবলের বিশ্বখ্যাত জার্সি পরে গনতন্ত্রের ওপর ফ‍্যাসিস্ট তাণ্ডবে নিন্দার ঝড়

ব্রাজিলে ফুটবলের বিশ্বখ্যাত জার্সি পরে গনতন্ত্রের ওপর ফ‍্যাসিস্ট তাণ্ডবে নিন্দার ঝড়

বামপন্থী লুলার কাছে হার কোনোভাবেই মেনে নিতে পারেননি কট্টর ডানপন্থী নেতা বলসোনারোর উগ্র সমর্থকেরা। ব্রাজিলের জাতীয় সংসদ (কংগ্রেসো নাসিওনাল), সুপ্রিম কোর্টসহ বিভিন্ন সরকারি ভবনে তাণ্ডব চালিয়েছেন তাঁরা। নজিরবিহীন হামলার কবল থেকে প্রেসিডেন্ট প্রাসাদ পালাসিও দা আলভোরাদাও রক্ষা পায়নি।

ব্রাজিলে ফুটবলের বিশ্বখ্যাত জার্সি পরে গনতন্ত্রের ওপর ফ‍্যাসিস্ট তাণ্ডবে নিন্দার ঝড়

ব্রাজিলে ফুটবলের বিশ্বখ্যাত জার্সি পরে গনতন্ত্রের ওপর ফ‍্যাসিস্ট তাণ্ডবে নিন্দার ঝড় 


January 11, 2023 


ব্রাজিলে নজিরবিহীন দাঙ্গায় অংশ নেওয়া বেশির ভাগ হামলাকারী জাতীয় ফুটবল দলের জার্সি পরে এসেছিলেন। তাঁদের কারও জার্সিতে নেইমার, কারও জার্সিতে ছিল রিচার্লিসন-কাসেমিরোদের নাম। কেউ কেউ তো বিশ্বকাপ ও ব্যালন ডি’অর জয়ী তারকা কাকার নাম লেখা জার্সি পরে তাণ্ডব চালিয়েছেন।

হামলায় অংশ নেওয়া সবাইকে জইর বলসোনারোর সমর্থক দাবি করেছেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছে।

অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারোকে হারিয়ে দেন লুলা দা সিলভা। নতুন বছরের প্রথম দিনেই দ্বিতীয়বার দেশটির সরকারপ্রধান হিসেবে শপথ নেন ৭৭ বছর বয়সী লুলা।


তবে বামপন্থী লুলার কাছে হার কোনোভাবেই মেনে নিতে পারেননি কট্টর ডানপন্থী নেতা বলসোনারোর উগ্র সমর্থকেরা। ব্রাজিলের জাতীয় সংসদ (কংগ্রেসো নাসিওনাল), সুপ্রিম কোর্টসহ বিভিন্ন সরকারি ভবনে তাণ্ডব চালিয়েছেন তাঁরা। নজিরবিহীন হামলার কবল থেকে প্রেসিডেন্ট প্রাসাদ পালাসিও দা আলভোরাদাও রক্ষা পায়নি।


কাকার জার্সি পরা এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং প্রেসিডেন্ট লুলার নিরাপত্তা জোরদার করতে ৩০০ হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের বিচার ও জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ফ্লাভিও দিনো। বার্তা সংস্থা এএফপি বলছে, গ্রেপ্তারের সংখ্যাটা প্রায় ১৫০০। যদিও সদ্য সাবেক প্রেসিডেন্ট বলসোনারো সরকারি স্থাপনায় নিজ সমর্থকদের হামলা ও লুটতরাজের বিষয়টি অস্বীকার করে নিন্দা জানিয়েছেন।

নজিরবিহীন আক্রমণের কবল থেকে অবশ্য রক্ষা পেয়েছে রিও ডি জেনিরোতে অবস্থিত সিবিএফ ভবন। তবে বিস্ময়কর হলেও সত্যি, বেশির ভাগ হামলাকারী ব্রাজিলের কাতার বিশ্বকাপের জার্সি পরে তাণ্ডব চালিয়েছেন।

বলসোনারো সমর্থকদের তাণ্ডব
জাতীয় দলের জার্সি গায়ে হামলা চালানোর বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি সিসিএফ কর্তৃপক্ষ। বলসোনারোর উগ্র সমর্থকদের ফুটবলকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছে ফেডারেশন।


সিবিএফকে নির্দলীয় ও গণতান্ত্রিক সংস্থা দাবি করে তারা লিখেছে, ‘ব্রাজিল জাতীয় দলের জার্সি জাতির পরমানন্দের প্রতীক। এটা তাঁদের জন্য, যাঁরা দেশকে সত্যিকার অর্থেই ভালোবাসেন, দেশের জন্য উল্লাস করেন ও শিহরিত হন। সিবিএফ একটি নির্দলীয় ও গণতান্ত্রিক সত্তা। দেশকে বিভক্ত করতে নয়, বরং ঐক্যবদ্ধ করতে আমরা এই জার্সি ব্যবহারের জন্য উৎসাহিত করে থাকি।’


গত বছরই মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা একই রকম কাজ করে, গত বছর ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটল বর্বোরোচিত আক্রমণের সাক্ষী থাকে। ।

রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত কংগ্রেস ভবন, সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রপতি ভবনে ঢুকে পড়ে কয়েকশ বলসোনারো সমর্থক। কড়া পুলিশি নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভিতরে ঢুকে কার্যত তাণ্ডব চালাতে শুরু করে তারা। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাদের সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশকে।

হামলাকারীদের অনেকেরই হাতে ছিল দেশের সবুজ-হলুদ পতাকা। উন্মত্ত জনতার  একটি দল হাউসের স্পিকারের চেয়ারে বসে পড়ে।বিক্ষোভকারীদের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ‘দাঙ্গাবাজরা’ কংগ্রেস ভবনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রবেশ করে দরজা-জানালা ভাঙছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তারা একই সঙ্গে সংসদ সদস্যদের অফিসে ঢুকে ভাঙচুর করছে। একইসঙ্গে ব্যানারও টানানোর চেষ্টা করেন।

গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত পুনঃনির্বাচনে বলসোনারো তার প্রতিপক্ষ দা সিলভার কাছে পরাজিত হন, যার পরে তাঁর কয়েকশো সমর্থক সারা দেশে কার্যত প্রতিবাদ দেখাতে শুরু করে। নির্বাচনের ফলাফলকেও অস্বীকার করে। পরবর্তীকালে, বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা ডি সিলভা ব্রাজিলের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা ডি সিলভার কাছে পরাজিত হন জাইর বলসোনারো। বোলসোনারো দীর্ঘদিন ধরে তার পরাজয় মেনে নেননি, অন্যদিকে তার সমর্থকরাও লুলার বিরোধিতা করছেন।

 

মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ব্রাজিলের রাষ্ট্রপতিভবন, কংগ্রেস ভবন, সুপ্রিম কোর্টে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর এই ধরণের আক্রমণ করার কোন ভাবেই সমর্থন যোগ্য নয়।

 

এদিকে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন।একটি টুইটে, বিডেন জোর দিয়ে বলেন, ‘ব্রাজিলের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে’।
প্রেসিডেন্ট বাইডেন টুইট বার্তায়  তীব্র বিরোধীতা করছি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং ব্রাজিলের জনগণের ইচ্ছার অবমূল্যায়ন কোন ভাবেই বরদাস্ত করা হবেনা’।


রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ব্রাজিলের গণতান্ত্রিক প্রতিষ্ঠানে হামলার নিন্দা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ‘ব্রাজিলের জনগণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ইচ্ছাকে সম্মান করতে হবে। গুতেরেস এক টুইট বার্তায় বলেছেন ‘আমি ব্রাজিলের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর হামলার নিন্দা জানাই। ব্রাজিলের জনগণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ইচ্ছাকে সম্মান করতে হবে। গণতন্ত্রের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ব্রাজিল একটি মহান গণতান্ত্রিক দেশ’।

  

Your Opinion

We hate spam as much as you do