এই পরিস্থিতিতে ইউক্রেনের বাসিন্দাদের পথে বের হতে নিষেধ করা হয়েছে। যাঁরা বাড়ির বাইরে রয়েছেন, তাঁদের অবিলম্বে নিরাপদ স্থানে ফিরে আসতে বলা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন তাঁরা শেষ পর্যন্ত লড়াই করবেন। রাশিয়া দাবি করেছে, এই হামলা বুধবার লুহানস্ক এলাকায় মর্টার হামলার ফল। এই পরিস্থিতিতে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবিলম্বে যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছেন।
ইউক্রেনে রাশিয়ার বোমাবর্ষনে নিহত ৭, জখম ৯, চার দিক থেকে ইউক্রেনে প্রবেশ করছে রুশ সেনা।
আশঙ্কা সত্যি করে ইউক্রেনে হামলা রাশিয়ার। শুরু যুদ্ধ। ইউক্রেনের একাধিক শহরে রুশ বাহিনীর হামলা। ইউক্রেনের একের পর শহরে শোনা যাচ্ছে গোলার শব্দ। কিয়েভ-সহ বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে খারকিভ-সহ ইউক্রেনের অন্যান্য শহরগুলো থেকেও। ইউক্রেনের দাবি, রাশিয়ার বোমাবর্ষণে এখন পর্যন্ত কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন, জখম ৯। ইতিমধ্যেই রাশিয়া শুধু যুদ্ধ শুরু করেই ক্ষান্ত নেই। ইউক্রেন সরকারকে অস্ত্র সমর্পণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ।
রাশিয়ার এই সামরিক অভিযানের কথা ঘোষণার কয়েক ঘণ্টা আগেই মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন দাবি করেছিলেন, রাশিয়ার সামরিক অভিযান আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মস্কোর অবশ্য দাবি, তাদের স্বীকৃত নতুন সৃষ্টি হওয়া বিদ্রোহীদের রাষ্ট্রগুলোর ওপর হামলা চালাচ্ছিল ইউক্রেন সরকার। সেই কারণেই বিদ্রোহীরা ক্রেমলিনের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। সেই সাহায্য দিতেই পালটা সামরিক অভিযান।
এই পরিস্থিতিতে ইউক্রেনের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশন যুদ্ধ ঘোষণার পর প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, বাকি বিশ্ব রাশিয়াকে যোগ্য জবাব দেবে। এরই মধ্যেই বেলা গড়াতেই খবর মিলেছে ইউক্রেনের বিভিন্ন সেনা ভবনে আছড়ে পড়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। খারকিভ সেনাঘাঁটিতে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের নিপ্রোতে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। ওডেসাতে জমা হয়েছে বিশাল সংখ্যক রুশ সেনা। কিয়েভ থেকেও বারবার পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ।
এই পরিস্থিতিতে ইউক্রেনের বাসিন্দাদের পথে বের হতে নিষেধ করা হয়েছে। যাঁরা বাড়ির বাইরে রয়েছেন, তাঁদের অবিলম্বে নিরাপদ স্থানে ফিরে আসতে বলা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন তাঁরা শেষ পর্যন্ত লড়াই করবেন। রাশিয়া দাবি করেছে, এই হামলা বুধবার লুহানস্ক এলাকায় মর্টার হামলার ফল। এই পরিস্থিতিতে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবিলম্বে যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছেন।
We hate spam as much as you do