Tranding

06:02 PM - 01 Dec 2025

Home / Others / বাম যুবনেতার শিশুর বার্থ সার্টিফিকেটে ধর্ম - ‘‌মানবতা’‌ লেখার অনন্য নজির

বাম যুবনেতার শিশুর বার্থ সার্টিফিকেটে ধর্ম - ‘‌মানবতা’‌ লেখার অনন্য নজির

আজকাল বেশ কিছু মানুষ এসবের ঊর্ধ্বে উঠেছেন। যেমন DYFI এর নেতা রানাঘাটের স্বরুপ ও মৌমিতা। সন্তান জন্মের পর একটাই ইচ্ছে ছিল তাঁদের, হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান বা বৌদ্ধ নয়, শিশুর ধর্মীয় পরিচয় হবে একটাই, মানবতা। এই মর্মে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের শংসাপত্রে "মানবতা" লেখার আবেদন জমা করেন শিশুর বাবা–মা

বাম যুবনেতার শিশুর বার্থ সার্টিফিকেটে ধর্ম - ‘‌মানবতা’‌ লেখার অনন্য নজির

বাম যুবনেতার শিশুর বার্থ সার্টিফিকেটে ধর্ম - ‘‌মানবতা’‌ লেখার অনন্য নজির

newscopes.in    10th august
জন্মের শংসাপত্রে হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ  ঈশাই নয় বাবা মা লিখতে বলল "মানবতা"
মানবতাই হোক একবিংশ শতাব্দীর এক শিশুর পরিচয়।মানবতাই সত্য । এটাই যুগ যুগ ধরে প্রচার করে চলেছেন কবীর থেকে চৈতন্য,নানক থেকে রামকৃষ্ণের মতো মহাপুরুষরা। আর সেই ধর্ম নিয়েই যত হিংসা বিদ্বেষ।

আজকাল বেশ কিছু মানুষ  এসবের ঊর্ধ্বে উঠেছেন। যেমন DYFI এর নেতা    রানাঘাটের স্বরুপ ও মৌমিতা।  সন্তান জন্মের পর একটাই ইচ্ছে ছিল তাঁদের, হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান বা বৌদ্ধ নয়, শিশুর ধর্মীয় পরিচয় হবে একটাই, মানবতা।  এই মর্মে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের শংসাপত্রে "মানবতা" লেখার আবেদন জমা করেন শিশুর বাবা–মা। এ রকম অনভ্যস্ত আবেদন পেয়ে বেশ একটু দ্বিধাগ্রস্ত  হন পুরসভা। এর আগে এ ধরনের আবেদন তারা কখনও পায়নি। তাই তারা এতে বিপত্তির আশংকায় আপত্তি তুলেছিল। অবশেষে সেই আবেদন পাঠানো হয় রানাঘাট মহকুমা প্রশাসনের SDO কাছে। রানাঘাট মহকুমা ‘‌মানবধর্ম’‌কেই শেষে স্বীকৃতি দিল। 

শিশুর নাম সৃজিত মুখোপাধ্যায়। বাবা স্বরূপ মুখোপাধ্যায়, মা মৌমিতা মুখোপাধ্যায়। রানাঘাটের আইশমালির পুরাতন পাড়ার বাসিন্দা। বামপন্থী স্বরূপ ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য। বরাবর একটু অন্যভাবে ভাবেন স্বরূপবাবু। তথাকথিত ধর্মের বন্ধনে আবদ্ধ হতে চান না। তাঁর কাছে, মানুষের পাশে দাঁড়ানোই সব।  স্ত্রী মৌমিতাও একই রকম ভাবনাচিন্তা করেন। সে কারণেই ২০২০ সালে মৌমিতার সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে সারেন স্বরূপ। ৫ এপ্রিল ছেলের জন্ম দেন মৌমিতা। সন্তানের জন্ম শংসাপত্র পাওয়ার জন্য তাঁরা রানাঘাট পুর কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। সেই আবেদনপত্রে ধর্মের জায়গায় তাঁরা ‘হিউম্যানিজম’ অর্থাৎ ‘মানবধর্ম’ উল্লেখ করেন।

রানাঘাট পুর প্রশাসনের এই বিষয়ে অনুমতিকে স্বাগত জানান অনেকেই। এই বিষয়ে আরো অনেকের একই রকম বিশ্বাস থাকলেও ঝামেলার ভয়ে অনেকেই স্টীরিওটাইপ পথেই চলতে চান। আসলে ঝামেলা ঘাড়ে নিয়ে ব্যাতিক্রমী পথে চলতে না পারলে সমাজে পরিবর্তন আসে না।

 

Your Opinion

We hate spam as much as you do