Tranding

07:20 PM - 01 Dec 2025

Home / Other Districts / পার্থ-কল্যাণময় -শান্তিপ্রসাদ-৩ কর্তাকেই মুখোমুখি জেরা করতে চায় CBI  

পার্থ-কল্যাণময় -শান্তিপ্রসাদ-৩ কর্তাকেই মুখোমুখি জেরা করতে চায় CBI  

এসএসসি মধ্যশিক্ষা পর্ষদকে রেকমেন্ডেশন পাঠাত। তদন্তে একাধিক জায়গায় ইন্টারলিঙ্ক করতে পারছেন না তদন্তকারীরা। এবার সব পাওয়া তথ্যগুলোকে এক সুতোয় গাঁথতেই তিন জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা।

পার্থ-কল্যাণময় -শান্তিপ্রসাদ-৩ কর্তাকেই মুখোমুখি জেরা করতে চায় CBI  

পার্থ-কল্যাণময় -শান্তিপ্রসাদ-৩ কর্তাকেই মুখোমুখি জেরা করতে চায় CBI  

Sep 18, 2022 


পার্থ-কল্যাণময় আর শান্তিপ্রসাদ। নিয়োগ দুর্নীতির ৩ অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই। কার নির্দেশে নিয়োগপত্র দেওয়া হয়েছিল? নিয়োগপত্র নিয়ে তাঁদের ভূমিকা কী ছিল? এমন বহু প্রশ্নের উত্তরের খোঁজে গোয়েন্দারা। আজ আবার স্বাস্থ্য পরীক্ষা  পার্থ চট্টোপাধ্যায়ের।


পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে হেফাজতে নেওয়ার পর শান্তিপ্রসাদ সিনহাকেও আবার হেফাজতে নিল সিবিআই। নিয়োগ দুর্নীতির শিকড় খুঁজতে এবার কি পার্থ, কল্যাণময় আর শান্তিপ্রসাদকে মুখোমুখি বসিয়ে জেরা করবেন গোয়েন্দারা? সিবিআই সূত্র বলছে তেমনটাই হতে চলেছে। প্রথম পর্যায়ে ৩ জনকে আলাদা আলাদা জেরা করা হতে পারে। তারপর আগের বয়ানের সঙ্গে এখনকার বয়ান মিলিয়ে দেখা হবে। তারপরই ৩ জনকে মুখোমুখি বসিয়ে বয়ান যাচাই করতে পারেন গোয়ান্দারা।

তবে প্রথম থেকেই পার্থ চট্টোপাধ্যায় দাবি করে আসছিলেন ‘ষড়যন্ত্রের শিকার’।  শুক্রবার আদালতেও পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, “আমি মন্ত্রী ছিলাম। এসএসসি প্রাইমারি স্ট্যাটুটরি বোর্ড। নিজেরাই কাজ করত। তারা সবাইকে নিয়োগ করত। নিয়োগে আমার কোনও ভূমিকা নেই। আমি শিক্ষিত, এমবিএ, আমার কাকা শিবদাস বন্দ্যোপাধ্যায়। আমি ষড়যন্ত্রের শিকার।” নিজের পক্ষে সওয়াল করেছিলেন তিনি। তবে  বিধ্বস্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আদালত চত্বরে দাঁড়িয়ে বলেন, “মরে যাব, আমি মরে যাব, আমাকে বেরোতে দিন!”  কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক তথ্য হাতে এসেছে তদন্তকারীদের।

একই দাবি করেছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনিও আদালতে দাঁড়িয়ে দাবি করেন,  ২০১৮ সাল থেকে কোনও নিয়োগপত্রে তিনি সই করেননি। তাঁর সই নকল করা হয়েছে। ‘স্ক্যান সিগনেচার’ থাকত পর্ষদের অফিসে। সেখান থেকে তা ব্যবহার করা হয়েছে। তিনি কখনও কোনও নিয়োগের পরীক্ষা নেননি বলে দাবি করেন। ইন্টারভিউও নিতেন না। এসএসসি মধ্যশিক্ষা পর্ষদকে রেকমেন্ডেশন পাঠাত। তদন্তে একাধিক জায়গায় ইন্টারলিঙ্ক করতে পারছেন না তদন্তকারীরা। এবার সব পাওয়া তথ্যগুলোকে এক সুতোয় গাঁথতেই তিন জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা।

Your Opinion

We hate spam as much as you do