Tranding

03:59 PM - 01 Dec 2025

Home / World / WHO র মতে বিশ্বে নারীদের প্রতি ৩জনের মধ্যে গড়ে ১জন শারীরিক হেনস্থার শিকার 

WHO র মতে বিশ্বে নারীদের প্রতি ৩জনের মধ্যে গড়ে ১জন শারীরিক হেনস্থার শিকার 

WHO -র মতে এটা তাদের নেতৃত্বে সারা বিশ্বজুড়ে করা এই বিষয়ে সর্ববৃহৎ সমীক্ষা , এমন একটা সমীক্ষা সর্বশেষ হয়েছিল ২০১৩ সালে । গৃহস্থে ও কর্মক্ষেত্র নারী হেনস্তার এমন নেতিবাচক বৃদ্ধিলাভ আবার প্রমাণ করল সমাজে নারীরা কতটা অসুরক্ষিত ।

WHO র মতে বিশ্বে নারীদের প্রতি ৩জনের মধ্যে গড়ে ১জন শারীরিক হেনস্থার শিকার 

WHO র মতে বিশ্বে নারীদের প্রতি ৩জনের মধ্যে গড়ে ১জন শারীরিক হেনস্থার শিকার 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সর্বশেষ রিপোর্টে নারীদের প্রতি নৃশংসতা, হেনস্তা ও অত্যাচারের ভয়াবহ বর্ণনা পাওয়া যাচ্ছে। প্রতি ৩ জন মহিলার মধ্যে ১ জন মহিলা শারীরিক বা যৌন হেনস্তার শিকার ; এবং গোটা বিশ্ব জুড়ে প্রায় ৭৬৫ মিলিয়ান নারীদের প্রতি হিংসার ঘটনার উল্লেখ পাওয়া গেছে। ২৭% মহিলা যাদের বয়স ১৫-৪৯ তারা মুলত গৃহে  নির্যাতনের শিকার। এর কারন স্বচেতনতার অভাব , শিক্ষার অভাব । এই নারী নির্যাতন শিশুদের ওপর প্রভাব বিস্তার করছে ।

 WHO -র মতে এটা তাদের নেতৃত্বে সারা বিশ্বজুড়ে করা এই বিষয়ে সর্ববৃহৎ সমীক্ষা , এমন একটা সমীক্ষা সর্বশেষ হয়েছিল ২০১৩ সালে । গৃহস্থে ও কর্মক্ষেত্র নারী হেনস্তার এমন নেতিবাচক বৃদ্ধিলাভ আবার প্রমাণ করল সমাজে নারীরা কতটা অসুরক্ষিত ।

Your Opinion

We hate spam as much as you do