কিন্তু এই সময় ১৬-১৭ নভেম্বর পশ্চিমবঙ্গ ইউপিএসসি ক্লার্কশীপ পরীক্ষা। এই সময় ট্রেন বন্ধ থাকলে হাজার হাজার ইউপিএসসি পরীক্ষার্থী দারুণ সমস্যায় পড়বেন। অনেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেই পারবেন না। তাই গতকাল এসএফআই ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে হাওড়া ডিভিশনে ১৬-১৭ নভেম্বর সমস্ত ট্রেন চালাবার দাবি জানানো হয়।
SFI-DYFI এর দাবী ১৬-১৭ নভেম্বর ট্রেন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করল কতৃপক্ষ
15 Nov 2024,
প্রথমে সিদ্ধান্ত ছিল আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর প্রায় ২০০টি ট্রেন বাতিল থাকবে। রেল সূত্রে মিলেছিল এই খবর। কথা ছিল, এই ৪ দিন হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ইন্টারলকিংয়ের কাজ চলবে। সেই কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম স্টেশন রেল পথে সরাসরি বাঁকুড়ার সঙ্গে সংযুক্ত করা হবে। এই কথা মাথায় রেখেই ৩ দিন ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ পূর্ব রেল।
কিন্তু এই সময় ১৬-১৭ নভেম্বর পশ্চিমবঙ্গ ইউপিএসসি ক্লার্কশীপ পরীক্ষা। এই সময় ট্রেন বন্ধ থাকলে হাজার হাজার ইউপিএসসি পরীক্ষার্থী দারুণ সমস্যায় পড়বেন। অনেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেই পারবেন না। তাই গতকাল এসএফআই ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে হাওড়া ডিভিশনে ১৬-১৭ নভেম্বর সমস্ত ট্রেন চালাবার দাবি জানানো হয়। এই দাবিতে মিছিল এবং ডিআরএম এর কাছে ডেপুটেশন দেয়া হয়। এই দাবি মেনেই আগামী ১৬-১৭ নভেম্বর রেল কর্তৃপক্ষ ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। যতক্ষণ পরীক্ষা চলবে ততক্ষণ ট্রেন চলবে এবং যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেই অবস্থা থাকবে।
We hate spam as much as you do