গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬০ জন। এর মধ্যে ২০১ জন উপসর্গবিহীন ও ৫৯ জনের শরীরে রয়েছে করোনার উপসর্গ। এই আক্রান্তদের মধ্যে শুধুমাত্র একটি ডোজ় পেয়েছেন এমন রোগীর সংখ্যা ১৯ জন। যার মধ্যে ১২ জন উপসর্গবিহীন, ৭ জনের উপসর্গ রয়েছে।
কলকাতা কর্পোরেশনের হিসেবে ৬০ শতাংশ কোভিড আক্রান্ত দুটি ডোজ়ই পেয়েছে
পুজোর পরই রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ। ছুটি বাতিল হচ্ছে আধিকারিকদের।
ভ্যাকসিন যে কখনও করোনার সম্পূর্ণ রক্ষাকবচ নয়, তা বারবারই বলে এসেছেন চিকিৎসকেরা। তাই অনেকেই করোনা টিকার দ্বিতীয় ডোজ় পাওয়া সত্ত্বেও উৎসবের মরশুমে বারবার সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
আর পুজো মিটতেই যে ছবি সামনে আসছে, তাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে চিকিৎসকদের ভয় মোটেই অমূলক ছিল না। বৃহস্পতিবার কলকাতা পুরসভার দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬০ জন, যার মধ্যে ৬০ শতাংশেরও বেশি মানুষ টিকার দ্বিতীয় ডোজ় নিয়ে নিয়েছেন। আর এই রিপোর্টই নতুন করে উদ্বেগ বাড়ছে পুরসভার কর্তাদের।
বৃহস্পতিবার কোভিড সংক্রান্ত যে রিপোর্ট পুরসভা থেকে নবান্নে পাঠানো হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬০ জন। এর মধ্যে ২০১ জন উপসর্গবিহীন ও ৫৯ জনের শরীরে রয়েছে করোনার উপসর্গ। এই আক্রান্তদের মধ্যে শুধুমাত্র একটি ডোজ় পেয়েছেন এমন রোগীর সংখ্যা ১৯ জন। যার মধ্যে ১২ জন উপসর্গবিহীন, ৭ জনের উপসর্গ রয়েছে। আর দ্বিতীয় ডোজ় নেওয়া হয়ে গিয়েছে এমন আক্রান্তের সংখ্যা ১৬৩ জন, যার মধ্যে ১২০ জন উপসর্গবিহীন ও ৪৩ জনের উপসর্গ রয়েছে। ভ্যাকসিন আদৌ নেওয়া হয়নি, এমন আক্রান্তের সংখ্যা ৩৭। ২৬০ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১৯ জন।
পরিস্থিতি নিয়ে আবার বাড়ছে ভয়। পুরকর্তারাও কার্যত স্বীকার করে নিয়েছেন যে পুজোর মরশুমে যে ভাবে ভিড় বেড়েছে, তার জেরেই ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। কতৃপক্ষ জানিয়েছেন করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করায় সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
পুজোর সময় নমুনা পরীক্ষার হার কমে গিয়েছিল। তাই আপাত দৃষ্টিতে করোনা আক্রান্তের হার কমেছে বলে মনে করা হলেও পুজো মিটতেই সামনে আসতে শুরু করেছে আসল ছবিটা। ফের বাড়ছে পজিটিভিটির হার। বুধবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬৭। একদিনে সবচেয়ে করোনা আক্রান্ত কলকাতায়। যা রীতিমতো উদ্বেগের। মোট করোনা আক্রান্তের ২৪৪ জনই ছিল কলকাতার। আর আজ সেই সংখ্যাই বেড়ে হয়েছে ২৬৩। বুধবার পজিটিভিটি রেট ছিল ২.৪৩ শতাংশ। ভ্যাকসিনেসনের ডবল ডোজ হয়ে যাওয়াও নিশ্চিন্তির কারন নয়। রোগ নির্মুলের জন্য সংক্রমণ
We hate spam as much as you do