Tranding

06:19 PM - 01 Dec 2025

Home / Other Districts / আলিমুদ্দিনে তেরঙাকে বিপ্লবী অভিবাদন কমিউনিস্টরা, স্বাধীনতা যুদ্ধে অবদানের কথা স্মরণ

আলিমুদ্দিনে তেরঙাকে বিপ্লবী অভিবাদন কমিউনিস্টরা, স্বাধীনতা যুদ্ধে অবদানের কথা স্মরণ

সিপিআইএমের রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে এই জাতীয় পতাকা তোলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এছাড়া সারা রাজ্যের প্রায় প্রতিটি এলাকায় সিপিআইএমের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন এবং সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়।

আলিমুদ্দিনে তেরঙাকে বিপ্লবী অভিবাদন কমিউনিস্টরা, স্বাধীনতা যুদ্ধে অবদানের কথা স্মরণ

আলিমুদ্দিনে তেরঙাকে বিপ্লবী অভিবাদন কমিউনিস্টরা, স্বাধীনতা যুদ্ধে অবদানের কথা স্মরণ
 

Aug 15, 2022 

১৯৪৭ সালের পর ভারতবর্ষের অনেক সমস্যার মুখোমুখি হলেও সংবিধান ও ধর্মনিরপেক্ষতা এবং সংবিধানের প্রস্তাবনা এর আগে সরাসরি আক্রান্ত হয়নি। ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতবর্ষে ৭৫ বছর পর আক্রান্ত হচ্ছে। এই কারণে ভারতের কমিউনিস্টরা যাদের স্বাধীনতা সংগ্রামে যথেষ্ট ভূমিকা ছিল। 


ইতিহাসের তথ্য থেকে পাওয়া যায় সেই কমিউনিস্টরাই এবং বামপন্থী দলগুলো অনেকেই স্বাধীনতার পতাকা উত্তোলন করে গণতান্ত্রিক শক্তির ঐক্য শক্তিশালী  করবার দিকে মনোনিবেশ করেন। বামপন্থীদের মতে অর্থনৈতিক সংগ্রামের পাশাপাশি এই সময়ে ভারতবর্ষে ধর্ম এবং জাতির সমস্যা নানান ভাবে সামাজিক বিরোধ নতুন করে দেখা দিচ্ছে। এই সময় বাম ও গণতান্ত্রিক শক্তির ঐক্য সুদৃঢ় করার কথা বলা হয়।


সিপিআইএমের রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে এই জাতীয় পতাকা তোলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এছাড়া সারা রাজ্যের প্রায় প্রতিটি এলাকায় সিপিআইএমের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন এবং  সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়।
যেমন ভাবে রক্তপতাকা তুলে মুষ্টিবদ্ধ হাত আকাশে ছুড়ে বিপ্লবী অভিবাদন জানান কমিউনিস্ট তথা বাম নেতারা , জাতীয় পতাকা  তোলার পরেও সেই মুদ্রার ভিন্নতা হল না।
 তারপর তিনি তেরঙার উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত প্রদর্শন করেন।   এছাড়া  দীপক দাশগুপ্ত, সুখেন্দু পাণিগ্রাহি, সূর্য মিশ্ররাও একই অভিবাদন করেন। শহিদ বেদীতে মালা দেওয়ার পর বিপ্লবী অভিবাদনের মুদ্রা প্রদর্শন করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।

তবে পতাকার উচ্চতায় এদিন সিপিআইএম বোঝাতে চেয়েছে, পার্টির চেয়ে দেশ বড়। সারা বছর আলিমুদ্দিনে কাস্তে হাতুড়ি আঁকা লাল পতাকা ওড়ে। কিন্তু তার চেয়ে অনেকটা উঁচুতে উড়ল জাতীয় পতাকা।
গত কয়েক বছর ধরেই সিপিআইএম স্বাধীনতা দিবসে পার্টি দফতরে জাতীয় পতাকা তোলার কর্মসূচি করছে। রাজ্য দফতরের কর্মসূচির পর বাম নেতারা বেলেঘাটা গান্ধী ভবনে যান।

 

Your Opinion

We hate spam as much as you do