Tranding

03:48 PM - 01 Dec 2025

Home / Other Districts / রানাঘাটের আইসমালিতে ২৫ এ ১২ আসন! বোর্ড গঠন করল বামেরা

রানাঘাটের আইসমালিতে ২৫ এ ১২ আসন! বোর্ড গঠন করল বামেরা

রানাঘাট মহকুমার একমাত্র পঞ্চায়েতে ভোট গঠন করতে পেরে এদিন পঞ্চায়েত অফিসের বাইরে উল্লাসে ফেটে পড়েন বাম কর্মী সমর্থকেরা। তাঁদের অনেকেই বলেন, আগের দিন আমরা বোর্ড গঠনের জন্য এগিয়ে থাকলেও সেই প্রক্রিয়া বানচাল করতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তৃণমূল। তৃণমূল কর্মীরা ৬ রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ বাম কর্মীদের।

রানাঘাটের আইসমালিতে ২৫ এ ১২ আসন! বোর্ড গঠন করল বামেরা

রানাঘাটের আইসমালিতে ২৫ এ ১২ আসন! বোর্ড গঠন করল বামেরা

২৩ আগষ্ট ২০২৩

পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের নিরিখে রানাঘাটের আইসমালি গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যায় এগিয়ে থাকা বামেরা বোর্ড গঠন করতে হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছিল। 


গতদিনেও অচলাবস্থার কারণে বাতিল হয়ে যায় বোর্ড গঠন প্রক্রিয়া। অবশেষে মঙ্গলবার এই পঞ্চায়েতে  বোর্ড গঠন করল সিপিএম। প্রধান পদ নিজেদের দখলে রাখলেও উপপ্রধানের পদ ছেড়ে দিতে হল পদ্ম শিবিরকে।
মঙ্গলবার সকাল থেকেই রানাঘাট-২ ব্লকের এরুলি, ঘোলা সহ আইসমালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ছিল কড়া পুলিসি নিরাপত্তা। গত ১১ আগস্ট পঞ্চায়েতের বোর্ড গঠন বাতিল হয়ে গেলেও এদিন সেই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কৃষ্ণনগর পুলিস লাইন থেকে নিয়ে আসা হয়েছিল কয়েকশো পুলিস কর্মী। আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যেই এদিন সকাল প্রায় এগারোটা নাগাদ পঞ্চায়েত কার্যালয়ে শুরু হয় বোর্ড গঠন প্রক্রিয়া। আইসমালি গ্রাম পঞ্চায়েতের মোট ২৫টি আসনের মধ্যে বামেরা ১২টি আসনে জয়লাভ করেছিল। তৃণমূলের দখলে গিয়েছিল ১০টি আসন। বিজেপি পেয়েছিল ৩টি। 
বিজেপি নির্বাচিতরা ভেঙে ২জন তৃণমূল এবং একজন বামেদের সমর্থন দেয়।
 সেই ভিত্তিতে বামেদের আসন বেড়ে দাঁড়িয়েছিল ১৩টি এবং তৃণমূলের ১২টি। এই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই বোর্ড গঠন করল সিপিএম। প্রধান হন সিপিএমের অনুপ বিশ্বাস। 
রানাঘাট মহকুমার একমাত্র পঞ্চায়েতে ভোট গঠন করতে পেরে এদিন পঞ্চায়েত অফিসের বাইরে উল্লাসে ফেটে পড়েন বাম কর্মী সমর্থকেরা। তাঁদের অনেকেই বলেন, আগের দিন আমরা বোর্ড গঠনের জন্য এগিয়ে থাকলেও সেই প্রক্রিয়া বানচাল করতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তৃণমূল। তৃণমূল কর্মীরা ৬ রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ বাম কর্মীদের। সিপিআইএম নেতার বক্তব্য  তৃণমূলের সন্ত্রাস থেকে বাঁচতে হয়তো বিজেপির একজন আমাদের সমর্থন দিয়েছে। নির্বাচনের পর থেকে বোর্ড গঠনের আগের রাত পর্যন্ত আমাদের জয়ী প্রার্থীদের রীতিমতো প্রাণের ভয় দেখানো হয়েছে। রানাঘাট-২ ব্লকের বিডিও খোকন বর্মন বলেন, বোর্ড গঠনের জন্য এদিন বিশাল পুলিস বাহিনী মোতায়েন ছিল। গতদিনের মতো অচলাবস্থা হয়নি। নির্বিঘ্নেই বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do