তৃণমূল ছাত্র পরিষদের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রীর উপর হামলার প্রতিবাদে তাঁরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁদের কর্মসূচি পর কয়েকজন পড়ুয়া যখন বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করছিলেন তখন এসএফআইয়ের পক্ষ থেকে তাঁদের কটূক্তি করা হয়। প্রতিবাদ করলে তাঁদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। তাঁরা প্রতিরোধ করতে গিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ।। প্রতিরোধ করতে গিয়ে আক্রান্ত হয় কয়েকজন
যাদবপুর বিষয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে TMCP-SFI সংঘর্ষ, আহত কয়েকজন
Mar 04, 2025
তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই এর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। দু’পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে আক্রান্ত হল সিভিক ভলান্টিয়র-সহ দু’পক্ষের বেশ কয়েকজন। ঘটনার পর এলাকায় মোতায়ন করা হয়েছে বিশাল বাহিনী।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদ পাল্টা প্রতিবাদ। তর্ক বিতর্ক দুপক্ষের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষ তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে এসএফআই কর্মীদের। সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। আক্রান্ত একাধিক। আক্রান্ত এক সিভিক ভলান্টিয়ার।
তৃণমূল ছাত্র পরিষদের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রীর উপর হামলার প্রতিবাদে তাঁরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁদের কর্মসূচি পর কয়েকজন পড়ুয়া যখন বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করছিলেন তখন এসএফআইয়ের পক্ষ থেকে তাঁদের কটূক্তি করা হয়।
প্রতিবাদ করলে তাঁদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। তাঁরা প্রতিরোধ করতে গিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ।। প্রতিরোধ করতে গিয়ে আক্রান্ত হয় কয়েকজন। পাল্টা এসএফআই ও সিপিআইএমের পক্ষ থেকে দাবি করা হয় তাঁরা যাদবপুরে ছাত্রদের আক্রমণের ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন হঠাৎই তৃণমূল ছাত্র পরিষদের নামে বহিরাগত-সহ তাঁদের উপর আক্রমণ চালায়। এই ঘটনায় তাদের বেশ কয়েকজন আক্রান্ত হন তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যা হয়েছে কল্যাণীর জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে। ঘটনার পর এলাকায় কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
We hate spam as much as you do