বুধবার পূর্ব বর্ধমান জেলা সিপিআইএমের ডাকে জেলাশাসকের কাছে ‘আইন অমান্য’ কর্মসূচি ডাকা হয়েছিল। বর্ধমানের বড়নীলপুর মোড় এবং স্টেশনে দু’টি সভা করে এই আন্দোলনে অংশগ্রহণ করেন দলীয় নেতা কর্মীরা।
বর্ধমানে আইন অমান্যে অশান্তি, আভাস সহ একাধিক বাম কর্মীকে জেল হেফাজত রাজ্য জুড়ে প্রতিবাদ
1, Sep, 2022
বুধবার বর্ধমানে সিপিএমের আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনায় প্রচুর সিপিআইএমের নেতা কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এদিন আদালত ৩৪ জনকে ১৪ দিনের জেল হেফাজত এবং ৭ জনকে ৩ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। জেল হেফাজতে পাঠান ব্যক্তিদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম আভাস রায় চৌধুরী।
আভাস রায় চৌধুরী সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য। প্রসঙ্গত বুধবার আইন অমান্য আন্দোলনের ফলে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমান শহরের কার্জন গেট এলাকা। বিশ্ব বাংলার লোগো উপড়ে ফেলেন সিপিআইএম কর্মীরা বলে অভিযোগ । এই ঘটনায় বেশ কয়েকজন দলীয় কর্মী আহত হন। শুধু লোগো উপড়ে ফেলাই নয়, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে সিপিআইএমের কর্মীদের বিরুদ্ধে। যদিও তা সম্পূর্ণ পুলিশের পরিকল্পিত কাজ বলে সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়।
বুধবার পূর্ব বর্ধমান জেলা সিপিআইএমের ডাকে জেলাশাসকের কাছে ‘আইন অমান্য’ কর্মসূচি ডাকা হয়েছিল। বর্ধমানের বড়নীলপুর মোড় এবং স্টেশনে দু’টি সভা করে এই আন্দোলনে অংশগ্রহণ করেন দলীয় নেতা কর্মীরা। ঘটনায় সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ করেছে শাসক দল তৃণমূল। সিপিআইএমের মিছিল আটকানোর জন্য ব্যারিকেড করে দিয়েছিল পুলিশ। অন্যান্য মিছিলের মতো এখানেও কর্মী সমর্থকরা ভিড় করে ভেঙে ফেলে ব্যারিকেড। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশ জলকামানও ব্যবহার করে। কাঁদানে গ্যাসের শেল দেওয়া হলেও আটকানো যায়নি সিপিআইএম কর্মীদের।
এমনকি জেলে রাজনৈতিক বন্দীদের ওপর অন্যায় আচরণের অভিযোগ আসছে পুলিশের বিরুদ্ধে।
এই ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে সিপিআইএম।
We hate spam as much as you do