Tranding

03:00 PM - 01 Dec 2025

Home / World / আফগানিস্তানে রাস্তার মাঝে তালিবানি উল্লাস। দখল রুখতে আবার কি মার্কিন সেনার সাহায্য

আফগানিস্তানে রাস্তার মাঝে তালিবানি উল্লাস। দখল রুখতে আবার কি মার্কিন সেনার সাহায্য

ডেপুটি গভর্নর রোহ গুল খইরজাদ বলেন, “তালিবানরা নিমরোজ়ের প্রাদেশিক রাজধানী জ়ারাঞ্জ দখল করে নিয়েছে।” জানা গিয়েছে, বিনা যুদ্ধেই ইরান সীমান্তের কাছে অবস্থিত এই শহর দখল করে নিয়েছে তালিবানিরা। সোশ্যাল মিডিয়ায় শহরের রাস্তায় তালিবানদের বিজয় উল্লাস ও স্থানীয় বাসিন্দাদের সমর্থনও লক্ষ্য করা

আফগানিস্তানে রাস্তার মাঝে তালিবানি উল্লাস। দখল রুখতে আবার কি মার্কিন সেনার সাহায্য

আফগানিস্তানে রাস্তার মাঝে তালিবানি উল্লাস। দখল রুখতে আবার কি মার্কিন সেনার সাহায্য 

 

প্রবল শক্তি নিয়ে তালিবানিদের একটার পর একটা দখলদারি চলছে। আর লড়ে যাচ্ছে আফগান সেনারা, কিন্তু তাদের শক্তি কেন এত কম তা অনেকেই বুঝতে পারছে না। দীর্ঘ কুড়ি বছর তারা মার্কিনিদের তত্ত্বাবধানে কি করছিলেন? এত বিপুল শক্তি তালিবানিরা সমান্তরাল ভাবে দেশের মধ্যে জড়ো করল কি করে?

যাই হোক  দেশের ৮৫ শতাংশ ইতিমধ্যেই দখলে চলে গিয়েছে তালিবানদের দখলে বলে জানা যাচ্ছে।মভ আপাতত রাজধানী শহরগুলি দখলই প্রধান লক্ষ্য সন্ত্রাসবাদী গোষ্ঠীর। তার প্রথম ধাপে ইতিমধ্যেই সাফল্য পেল তালিবানরা, তাদের দখলে চলে গেল একটি প্রাদেশিক রাজধানী। শুক্রবার আফগানিস্তান প্রশাসনের এক শীর্ষ আধিকারিক সূত্রে এমনটাই জানা গিয়েছে।

ডেপুটি গভর্নর রোহ গুল খইরজাদ বলেন, “তালিবানরা নিমরোজ়ের প্রাদেশিক রাজধানী জ়ারাঞ্জ দখল করে নিয়েছে।” জানা গিয়েছে, বিনা যুদ্ধেই ইরান সীমান্তের কাছে অবস্থিত এই শহর দখল করে নিয়েছে তালিবানিরা। সোশ্যাল মিডিয়ায় শহরের রাস্তায় তালিবানদের বিজয় উল্লাস ও স্থানীয় বাসিন্দাদের সমর্থনও লক্ষ্য করা গিয়েছে।


বিগত কয়েকদিন ধরেই তালিবানিদের হাত থেকে কাবুল, কান্দাহার, হেরাট শহর বাঁচানোর চেষ্টায় প্রাণপণে লড়াই চালাচ্ছে আফগান সেনারা। তালিবানিদের উপর এয়ার স্ট্রাইকও চালানো হয়েছে। পাল্টা জবাবে কান্দাহার বিমানবন্দরেও রকেট হামলা চালিয়েছে তালিবান জঙ্গি সংগঠন। তাদের তরফে জানানো হয়েছে, এ বার প্রদান নিশানা হবেন আফগান প্রশাসনের শীর্ষ কর্তারা। সম্প্রতিই প্রতিরক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিস্ফোরণ ঘটায় তালিবানরা। সংবাদ মাধ্যমের মুখপাত্রকেও মেরে ফেলা হয়েছে।

অন্যদিকে, মার্কিন সেনা ফের একবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আফগান প্রশাসনের দিকে। আফগান ও মার্কিন সেনাবাহিনী যৌথভাবে এয়ারস্ট্রাইক চালাচ্ছে তালিবানিদের উপর।  শুক্রবারই আফগান প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় এয়ারস্ট্রাইক ও সেনা অভ্যুত্থান চালিয়ে ৪০০ তালিবান জঙ্গিদের খতম করা হয়েছে। 

 

Your Opinion

We hate spam as much as you do