পঞ্চাশ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী- সরকারি কর্মচারী,সরকারি বেতনপ্রাপ্ত,সমস্ত অংশের মানুষ, এই মিছিলে পা মেলান
DA দিতেই হবে,নবান্ন অভিযান সরকারি কর্মীরা আন্দোলনে শিক্ষকরাও
05,05 2023
বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মীরা। সেই সঙ্গে চলছে আদালতের লড়াই। যদিও সুপ্রিম কোর্টে বারেবারে পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। এই অবস্থায় আজ বৃহস্পতিবার, ডিএ নিয়ে কো-অর্ডিনেশন কমিটির নবান্ন অভিযান হল । ডিএ বা মহার্ঘভাতার দাবিতে আজ রাজ্য কো-অর্ডিনেশন কমিটির নবান্ন অভিযান কর্মসূচি হল। দুপুরে এই কর্মসূচিটি হয়। বিপুল জনসমাবেশ দেখা গেল।
ইতিমধ্যে রাজ্যের কর্মীদের নবান্ন অভিযান কর্মসূচিতে সায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। ফেরিঘাট থেকে বঙ্কিম সেতু, ডিএম স্লোপ, এম জি রোড, হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করবেন সরকারি কর্মচারী সংগঠন। ডিএ-এর দাবিতে ৪ঠা মে তারিখ নবান্ন অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টে পর্যন্ত কর্মসূচি চলে। হাওড়ার ফেরিঘাট, বঙ্কিম সেতু, মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া ময়দানে শেষ হয় মিছিল।
পঞ্চাশ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী- সরকারি কর্মচারী,সরকারি বেতনপ্রাপ্ত,সমস্ত অংশের মানুষ, এই মিছিলে পা মেলান
শিক্ষকদের অন্যান্য দাবী ছিল
১) জাতীয় শিক্ষানীতি ২০২০ অবিলম্বে বাতিল করতে হবে।
২) অবিলম্বে স্বচ্ছতার সাথে শূন্যপদে নিয়োগ ও অস্থায়ী / ঠিকা প্রথায় নিয়োজিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে।
৩) বকেয়া ৩৬ শতাংশ মহার্ঘ ভাতা/ মহার্ঘ রিলিফ প্রদান করতে হবে।
৪) বিভাজনের রাজনীতি বন্ধ করে রাজ্যে গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে হবে।
৫) সাধারণের বিদ্যালয়/ মাদ্রাসা তুলে দেওয়ার অশুভ চক্রান্তের বিরুদ্ধে লড়াই করতে হবে
৬) শিক্ষক-শিক্ষিকা ব্যতীত অন্য কাউকে শিক্ষাদানের কাজে ব্যবহার করা চলবে না।
৭) পঞ্চায়েতে সমস্ত ভোটকর্মীদের উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৮) ওয়েষ্ট বেঙ্গল হেল্থ স্কিম ২০০৮ এর আওতায় সমস্ত শিক্ষক -শিক্ষিকা - শিক্ষাকর্মীদের আনতে হবে।
৯) সমকাজে সমবেতন দিতে হবে।
We hate spam as much as you do