১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্যামবাজার পাঁচ মাথার মোড় এবং বেলগাছিয়া রোড জেকে মিত্র রোড ক্রসিং, প্রায় পুরো এলাকাকেই আনা হয়েছে নিষেধাজ্ঞার আওতায়। শ্যামপুকুর, উল্টোডাঙা এবং টালা, এই তিন থানায় পরে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন অংশ
আরজিকরের চারপাশে জারি জমায়েত বিক্ষোভে নিষেধাজ্ঞা
18 Aug 2024
তিন থানায় এলাকায় সাত দিনের জন্য জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। আর জি কর হাসপাতাল সংলগ্ন এলাকাতেই জারি হয়েছে নিষেধাজ্ঞা।
কলকাতার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল।
১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্যামবাজার পাঁচ মাথার মোড় এবং বেলগাছিয়া রোড জেকে মিত্র রোড ক্রসিং, প্রায় পুরো এলাকাকেই আনা হয়েছে নিষেধাজ্ঞার আওতায়। শ্যামপুকুর, উল্টোডাঙা এবং টালা, এই তিন থানায় পরে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন অংশ
হাসপাতাল (RG Kar) ও সংলগ্ন রাস্তা ঘিরে বিএনএসএস-এর ১৬৩ ধারায় সাত দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ।
এর অর্থ পাঁচ বা ততোধিক ব্যক্তির বেআইনি সমাবেশ, লাঠি, যে কোনও প্রাণঘাতী বা অন্য কোনও অস্ত্র বহন বা শান্তি ভঙ্গ করা যাবে না। জনসাধারণের শান্তি বিঘ্নিত করতে পারে এমন কোনও কাজ নিষিদ্ধ থাকবে। একগেরা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আগামীকাল ধারাবাহিক সমাবেশ হওয়ার কথা রয়েছে সেগুলি হাসপাতাল বা হাসপাতাল চত্বরে করা যাবে না।
বিগত বেশ কিছুদিন ধরে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাই সরগরম বাংলা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে গোটা দেশ জুড়ে চলছে বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল। প্রতিবাদী মুখর হয়েছে একের পর এক রাজ্য থেকে শুরু করে শহর। সকলের মুখে একটাই কথা, ‘We Want Justice।’
১৪ আগস্ট মধ্যরাতে আরজি কর থানায় ভয়াবহ হামলা হয়। চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ খুনের প্রতিবাদে অবস্থানরতদের মঞ্চ গুঁড়িয়ে দেওয়া হয়। জুনিয়র ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়াদের বিভিন্ন অংশ তাদের ক্রমাগত হুমকি দেওয়ার অভিযোগের সরব। এবার সরাসরি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন প্রশাসন।
We hate spam as much as you do