কলকাতা পুরসভা চায় পাম অ্যাভিনিউ হোক বুদ্ধদেব ভট্টাচার্য সরণী!
AUG 9, 2024
প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সম্মানে বদলে যেতে চলেছে পাম অ্যাভিনিউয়ের নাম। বর্ষীয়ান বাম নেতার স্মরণে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের নতুন নাম হতে চলেছে বুদ্ধদেব ভট্টাচার্য্য সরণী। এই বিষয়ে উদ্যোগী কলকাতা পুরসভা। শীঘ্র এই বিষয়ে আলোচনাও করা হবে৷ তার পরেই পুরসভার তরফে পাম অ্যাভিনিউয়ে নতুন নামের নাম ফলক বসানো হবে৷
বিখ্যাত বাঙালিদের নামে রাস্তা বা পার্কের নামকরণ নতুন নয়। সত্যজিৎ রায়ের নামে এই শহরেই রাস্তা রয়েছে৷ আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনের নামে একটি কলোনি রয়েছে কলকাতায়। দক্ষিণ শহরতলির সারদাপল্লিতে রয়েছে প্রফুল্ল সেন উদ্যান। বজবজে রয়েছে আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামে জ্যোতি বসু পার্ক। দক্ষিণ কলকাতার কসবা বোসুপুকুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের নামে রয়েছে ‘‘সিদ্ধার্থ শংকর রায় স্মৃতি উদ্যান।’’ এবার সেই তালিকায় জুড়তে চলেছে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম৷
We hate spam as much as you do