Tranding

03:59 PM - 01 Dec 2025

Home / World / তুরস্ক, সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে এপর্যন্ত নিহত ৩৭০০, ভারতের সাহায‍্য

তুরস্ক, সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে এপর্যন্ত নিহত ৩৭০০, ভারতের সাহায‍্য

মধ্য তুরস্ক ও উত্তর-পশ্চিম সিরিয়ার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। ভূমিকম্পে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এক ডজনেরও বেশি আফটার শকে দুটে ওঠে দুটি দেশ। পাশাপাশি পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্প হয়। যা তুরস্কের ইতিহাসে প্রথম।

তুরস্ক, সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে এপর্যন্ত নিহত ৩৭০০, ভারতের সাহায‍্য

তুরস্ক, সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে এপর্যন্ত নিহত ৩৭০০, ভারতের সাহায‍্য

Feb 07 2023

সোমবার ভোরে সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাতে এখন পর্যন্ত তুরস্কে ২,৩৭৯ জন ও সিরিয়ায় ১৪০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে৷

তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ার বহু অংশে এক প্রবল ভূমিকম্পের পর পুরো এলাকা জুড়ে এক বিশাল উদ্ধার অভিযান চলছে।

ভোর রাতে এই ভূমিকম্পে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

তুরস্কে এপর্যন্ত ২৩০০রও বেশি মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে গ্রাম ও শহরগুলোয় উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ অনুসন্ধানের সাথে সাথে এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

মধ্য তুরস্ক ও উত্তর-পশ্চিম সিরিয়ার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। ভূমিকম্পে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এক ডজনেরও বেশি আফটার শকে দুটে ওঠে দুটি দেশ। পাশাপাশি পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্প হয়। যা তুরস্কের ইতিহাসে প্রথম।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, তুরস্কের গাজিয়ামটেপ শহরের কাছে প্রায় ১৭.৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। স্থানীয় সময় ভোর ৪টে ১৭ মিনিটের ভূমিকম্প হয়। এই এলাকায় প্রায় ২ মিলিয়ম মানুষের বাস। তুরস্কের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল প্রায় ৭.৪। ঘটনা পরে প্রায় ৪০টি আফটার শক হয়। ভূমিকম্পটির বিস্তৃতি ছিল কায়রো পর্যন্ত । তাছাড়া সাইপ্রাস দ্বীপও কেঁপে উঠেছিল ভূমিকম্পের কারণে। তুরস্ক সরকারের হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত ১০০ ভবন তারা গুনতে পেরেছে যেগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সেখানে প্রাণের অস্তত্ত্ব নেই বলেও মনে করছে।

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের পাশে দাঁড়িয়েছে ভারত। ত্রাণ পাঠনোর কাজ শুরু হয়েছে। একই সঙ্গে উদ্ধারকাজে সহযোগিতার জন্য কেন্দ্রীয় সরকার তুরস্কে পাঠাচ্ছে জাতীয় দুর্যোগ বাহিনী ও একটি ডগ স্কোয়াড। এখনও পর্যন্ত তুরস্ক আর সিরিয়াতে ভূমিকম্পের জেরে আড়াই হাজারেরও কাছাকাছি  মানুষের মৃত্যু হয়েছে।

প্রধানমন্ত্রী  মুখ্যসচিব পিকে মিশ্রের উপস্থিতিতে একটি বৈঠক হয় । সেখানে তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি জারি করে জানান হয়েছে বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর স্কোয়াড, প্রয়োজনীয় সরঞ্জাম-সহ ১০০ জনের দুটি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠান হয়েছে তুরস্কে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অপর একটি বিবৃতি জারি করে জানান হয়েছে প্রশিক্ষিত চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধের সঙ্গে প্যারামেডিকদের রাখা হচ্ছে একটি মেডিক্যাল টিমে। ত্রাণ সামগ্রী তুরস্ক প্রজাতন্ত্রের সরকারের হাতে তুলে দেওয়া হয়ে। আঙ্কারায় ভারতীয় দূতাবাস ও ইস্তাম্বলের কনস্যুলেট জেনারেলের অফিসের সঙ্গে যোগাযোগ করেই এই ত্রাণ সামগ্রী পাঠান হবে।

Your Opinion

We hate spam as much as you do