Tranding

03:56 PM - 01 Dec 2025

Home / Other Districts / হুকুমচাঁদ জুটমিলে কাজ করতে গিয়ে মেশিনে ঢুকে গেল মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

হুকুমচাঁদ জুটমিলে কাজ করতে গিয়ে মেশিনে ঢুকে গেল মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ রুস্তম আলি। তাঁর বয়স ৫২ বছর। হালিশহর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নেলসন রোডের বাসিন্দা তিনি। কর্মরত ছিলেন হালিশহর হুকুমচাঁদ জুটমিলে। অন্য়ান্যদিনের মতো এদিন সকালেও কারখানায় যান তিনি। জানা গিয়েছে, পাটঘরে কাজ চলাকালীন ঘটে দুর্ঘটনা

হুকুমচাঁদ জুটমিলে কাজ করতে গিয়ে মেশিনে ঢুকে গেল মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

হুকুমচাঁদ জুটমিলে কাজ করতে গিয়ে মেশিনে ঢুকে গেল মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

July 22, 2025 

 হালিশহর হুকুমচাঁদ জুটমিলে ভয়ংকর দুর্ঘটনা। কাজ করার সময় মেশিনে ঢুকে গেলেন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল কারখানায়। 

জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ রুস্তম আলি। তাঁর বয়স ৫২ বছর। হালিশহর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নেলসন রোডের বাসিন্দা তিনি। কর্মরত ছিলেন হালিশহর হুকুমচাঁদ জুটমিলে। অন্য়ান্যদিনের মতো এদিন সকালেও কারখানায় যান তিনি। জানা গিয়েছে, পাটঘরে কাজ চলাকালীন ঘটে দুর্ঘটনা। আচমকা মেশিনের ভিতর ঢুকে যান রুস্তম। তড়িঘড়ি ছুটে যান সহকর্মীরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় প্রৌঢ়কে।


তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যানী ই এস আই হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই খবর দেওয়া হয় থানায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।  এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কারখানা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

Your Opinion

We hate spam as much as you do