Tranding

01:37 PM - 01 Dec 2025

Home / Other Districts / হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অশান্তি, গাড়িতে আগুন , বামফ্রন্টের শান্তি আহবান

হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অশান্তি, গাড়িতে আগুন , বামফ্রন্টের শান্তি আহবান

হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিল হচ্ছিল। শোভাযাত্রা এগোতে শুরু হয় অশান্তি। ঘটনাস্থল থেকে এসেছে একের পর এক ভিডিও। তাতে দেখা গিয়েছে, একাধিক গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাথর ছোড়ার অভিযোগও উঠেছে।

হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অশান্তি, গাড়িতে আগুন , বামফ্রন্টের শান্তি আহবান

হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অশান্তি, গাড়িতে আগুন,  বামফ্রন্টের শান্তি আহবান

30 Mar 2023,


হাওড়ায় রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তি। একের পর এক গাড়িতে আগুন। রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তি রাজ্যে । বিভিন্ন জায়গায় শোভাযাত্রার উপরে পাথর ছোড়ার অভিযোগে মিছিল উত্তপ্ত  হয় । মিছিলের ভিতর থেকে এসে  আগুন ধরিয়ে দেওয়া হয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু গাড়িতে । ভাঙচুর করা হয় দোকান পাট । রাস্তায় চলতে থাকা মানুষ ভয় পেয়ে ছুটোছুটি করতে থাকেন ।বামফ্রন্টের পক্ষ থেকে এলাকায় গুজবে কান না দিয়ে শান্তি বজায় রাখার আহবান জানানো হয় । এবং গোলমালকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবী জানান ।

 

এদিকে গোটা ঘটনায় বিজেপির ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কেন অনুমোদিত রুট ছাড়া শোভাযাত্রা অন্য এলাকা দিয়ে গেল, তা নিয়ে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন। তাঁর সাফ কথা,'আমি দাঙ্গাকারীদের প্রশ্রয় দিই না। দেশের শত্রু মনে করি। এখানে কতগুলো হনুদাস মিলে... হাওড়া প্রথম থেকেই ওদের টার্গেট ছিল। আর একটা করে পার্কসার্কাস এলাকা, আর চোপড়ায়।'


 

Your Opinion

We hate spam as much as you do