Tranding

05:10 PM - 01 Dec 2025

Home / World / মানবাধিকারের লড়াই-জেলবন্দী ইরানের নার্গিস মহম্মদীর নোবেল শান্তি পুরস্কার

মানবাধিকারের লড়াই-জেলবন্দী ইরানের নার্গিস মহম্মদীর নোবেল শান্তি পুরস্কার

নারীদের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে ১৩ বার জেল কাটতে হয়েছে তাঁকে। মোট ৩১ বছর জেলে কাটিয়েছেন তিনি। এখনও তিনি জেলেই রয়েছেন বলে জানিয়েেছন তিনি। ইরানের নারীদের অধিকারের জন্য নিরলস লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এখনও কারাগারে বন্দি রয়েছেন তিনি।

মানবাধিকারের লড়াই-জেলবন্দী ইরানের নার্গিস মহম্মদীর নোবেল শান্তি পুরস্কার

মানবাধিকারের লড়াই-জেলবন্দী ইরানের নার্গিস মহম্মদীর নোবেল শান্তি পুরস্কার  


 October 8, 2023


নোবেল শান্তি পুরস্কার পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মহম্মদি। ইরানে মানবাধিকারের কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। ইরানের নারীদের জন্য কাজ করায় তাকে শান্তি পুরস্কারের জন্য মনোনিত করা হয়েছে।


নারীদের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে ১৩ বার জেল কাটতে হয়েছে তাঁকে। মোট ৩১ বছর জেলে কাটিয়েছেন তিনি। এখনও তিনি জেলেই রয়েছেন বলে জানিয়েেছন তিনি। ইরানের নারীদের অধিকারের জন্য নিরলস লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এখনও কারাগারে বন্দি রয়েছেন তিনি।


নরওয়ের নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে জানিয়েছে ইরানের নারীদের অধিকারী লড়াইয়ের জন্য তাঁর অবদান অনিস্বীকার্য। গত সপ্তাহে আরমিতা গেরান্দাজ নামে ১৬ বছরের এক কিশোরীর উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠেছিলেন। এমনকী নীতি পুলিশের বিরুদ্ধেও গর্জে উঠেছিলেন তিনি।

ইরানের মহিলাদের উপরে নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছিলেন তিনি। নিজের লড়াইয়ের জন্য একাধিকবার শাস্তির মুখে পড়তে হয়েছে তাঁকে। তাঁর গায়ে ১৫৪িট বেত্রাঘাতের চিহ্ন রয়েছে। ৩১ বছর জেল খাটতে হয়েছে তাঁকে এখনও কারাগারেই রয়েছেন তিনি। এই নোবেল শান্তি পুরস্কারের তালিকায় ২৫৯ জনের নাম ছিল। তার মধ্যে নার্গিসকে বেছে নেওয়া হয়েছে।


ইরানে নীতি পুলিশদের হাতে বন্দি মাহসা জিনা আমিনির মৃত্যুর ঘটনা শোরগোল ফেলে িদয়েছিল। এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা ইরান। রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তিনি। এর আগেও তিনি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন। ইরানের তিন কারাবন্দিকে বিশ্ব সাংবাদমাধ্যম পুরস্কার দিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। সেই পুরস্কারের তালিকায় নার্গিস মহম্মদীও ছিলেন।

Your Opinion

We hate spam as much as you do