একটি ন্যায্য শান্তি চুক্তির দিকে এগিয়ে যাওয়া, একটি নতুন রাজনৈতিক পথের সূচনা করতে যুদ্ধের অবসানের বিকল্প নেই। অনাস্থা ভোট পাসের জন্য ১২০ আসনের নেসেটে ৬১ ভোট প্রয়োজন। নেসেটে নেতানিয়াহুর জোটের সংখ্যাগরিষ্ঠ ৬৪টি আসন রয়েছে। গত শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলকে গাজায় গণহত্যা প্রতিরোধের নির্দেশ দিয়েছে। তবে আন্তজার্তিক আদালতের রায় উপেক্ষা করে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
ইসরাইলে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব,পদত্যাগ দাবিতে বিক্ষোভ
৩০ জানুয়ারি ২০২৪
ইসরাইলি পুলিশ তেল আবিবে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভকারীরা গাজায় ইসরাইলের অব্যাহত যুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের আহ্বানের দাবি করেছে। ইসরাইলি পত্রিকা ‘ইয়েদিওথ আহরোনোথ’ অনুসারে, কাপলান স্কোয়ারে শত শত বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করে পুলিশ এবং তারা যে সরঞ্জাম দিয়ে প্রতিবাদ করছিল তা জব্দ করা করে। প্রতিবেদন অনুসারে, বিক্ষোভকারীরা নির্বাচন এবং নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করার জন্য সেøাগান দেয়। ইসরাইলের আরো বেশ কয়েকটি অঞ্চলেও হাজার হাজার বিক্ষোভে অংশগ্রহণকারী নেতানিয়াহু সরকারের বরখাস্ত এবং গাজায় বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। ইসরাইলি সম্প্রচার কর্তৃপক্ষ এবং ইয়েদিওথ আহরোনোথের মতে, ওই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে, জেরুজালেম, হাইফা, সিজারিয়া, কেফার সাভা, রেহোভট এবং বের্শেবা। বিক্ষোভ তীব্র হওয়ায় নেতানিয়াহু গাজায় জিম্মিদের পরিবারের বিক্ষোভকে ‘অকার্যকর এবং হামাসের দাবির সমর্তন’ বলে সমালোচনা করেছেন। ইসরাইলি কর্মকর্তারা ধারণা করেছেন, গাজায় এখনও ১৩৬ জন জিম্মি রয়েছেন। অপর এক খবরে বলা হয়, গাজা যুদ্ধ ও জিম্মিদের মুক্ত করতে না পারার কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি ক্ষোভ বাড়ছে দেশটির জনগণের। হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের মুক্ত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আগ্রহের ‘ঘাটতি’ ব্যাপক সমালোচিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার ইসরাইলের তা’ল পার্টির এমপিরা বলেছেন, তারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের প্রতি অনাস্থা ভোট চাইবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, তা’ল নামে পরিচিত আরব মুভমেন্ট ফর রিনিউয়াল পার্টি রোববার এক বিবৃতিতে বলেছে, তারা সোমবার নেসেটে (ইসরাইলের সংসদ) নেতানিয়াহুর সরকারের প্রতি অনাস্থা ভোটের জন্য একটি প্রস্তাব পেশ করবে। বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবে গাজা যুদ্ধের অবসান, বন্দী বিনিময় চুক্তিতে পৌঁছানো এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একটি রাজনৈতিক পথ চালু করার আহ্বান জানানো হবে। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, নেতানিয়াহুর সরকার বন্দী বিনিময় ও জিম্মিদের উদ্ধার সংক্রান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পথে বাধা দেয়, কারণ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এটিকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একটি ন্যায্য শান্তি চুক্তির দিকে এগিয়ে যাওয়া, একটি নতুন রাজনৈতিক পথের সূচনা করতে যুদ্ধের অবসানের বিকল্প নেই। অনাস্থা ভোট পাসের জন্য ১২০ আসনের নেসেটে ৬১ ভোট প্রয়োজন। নেসেটে নেতানিয়াহুর জোটের সংখ্যাগরিষ্ঠ ৬৪টি আসন রয়েছে। গত শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলকে গাজায় গণহত্যা প্রতিরোধের নির্দেশ দিয়েছে। তবে আন্তজার্তিক আদালতের রায় উপেক্ষা করে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ২৬ হাজার ৪২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৬৫ হাজার ৮৭ জন ফিলিস্তিনি। ইসরাইলি আক্রমণের ফলে গাজার জনসংখ্যার ৮৬ শতাংশ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটে দেখা দিয়েছে। জাতিসংঘের মতে, গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। রয়টার্স, আরটি নিউজ।
We hate spam as much as you do