Tranding

09:47 PM - 01 Dec 2025

Home / Other Districts / ভোটের পরে ডোমকলে বাম সমর্থকের জমির ফসল নষ্ট করেছে তৃণমূল অভিযোগ

ভোটের পরে ডোমকলে বাম সমর্থকের জমির ফসল নষ্ট করেছে তৃণমূল অভিযোগ

জমসেদ আলি নামের এক চাষির ৮ থেকে ১০ কাঠা পটলের জমি নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে। কাঠগড়ায় তৃণমূল। যদিও অভিযুক্ত ওই চাষির দাবি, শুধুমাত্র তিনি বাম কংগ্রেস করার কারণেই রাতের অন্ধকারে চাষের ফসল নষ্ট করে দিল তৃণমূল। ভোটের আগে থেকেই ওই এলাকায় অশান্তি চলছিল।

ভোটের পরে ডোমকলে বাম সমর্থকের জমির ফসল নষ্ট করেছে তৃণমূল অভিযোগ

ভোটের পরে ডোমকলে বাম সমর্থকের জমির ফসল নষ্ট করেছে তৃণমূল অভিযোগ 


 May 26, 2024 


ভোট পরবর্তী অত‍্যাচার ডোমকলে। রাতে জোট সমর্থকের জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মুক্তারপুর মাঠ এলাকায়।

জমসেদ আলি নামের এক চাষির ৮ থেকে ১০ কাঠা পটলের জমি নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে। কাঠগড়ায় তৃণমূল। যদিও অভিযুক্ত ওই চাষির দাবি, শুধুমাত্র তিনি বাম কংগ্রেস করার কারণেই রাতের অন্ধকারে চাষের ফসল নষ্ট করে দিল তৃণমূল। ভোটের আগে থেকেই ওই এলাকায় অশান্তি চলছিল। এলাকায় ভয় ভীতির পরিবেশ তৈরির চেষ্টা চলছিল। ভোটেও বিক্ষিপ্ত অশান্তির খবর আসে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে।

তবে এই বিষয়ে রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূল এর রেন্টু মণ্ডল এই অভিযোগ অস্বীকার করেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পটল চাষি জমসেদ আলি ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Your Opinion

We hate spam as much as you do