তবে, মৃতের হার যে ভাবে বাড়ছে তাতে কতজন মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে তা নিয়ে উদ্ধারকারীরাই দ্বিধাভক্ত। তাৎপর্যপূর্ণ ভাবে, সিরিয়ার বিদ্রোহীদের দখলে থাকা অংশগুলিতে এই প্রথম সংযুক্ত রাষ্ট্রের ত্রাণ পৌঁছাল। তাছাড়া, ভারত সহ বহু দেশ ত্রাণ ও অন্যান্য সামগ্রী পৌঁছে দিচ্ছে দুই দেশে। প্রাকৃতিক বিপর্যয় যেন গোটা দুনিয়াকে এক সূত্রে বেঁধে ফেলেছে।
বিদ্ধস্ত তুরস্ক - সিরিয়ার পাশে, ইন্দোনেশিয়া ও কিউবা
12th feb 2023
এখনও অব্দি তুরস্ক ও সিরিয়ার প্রায় ২৫,০০০ মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই ভূমিকম্প বিগত ১০০ বছরের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে একটি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১৫ সালের নেপাল ভূমিকম্প বা গত বছরের আফগানিস্তানের ভূমিকম্পকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে মধ্য প্রাচ্যের ভূমিকম্প। ৩ দিন অতিক্রান্ত। এখনও ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধারকার্য চলছে। ইন্দোনেশিয়া ইতিমধ্যেই অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে তুরস্কে। তাছাড়া, কিউবাও স্বাস্থ্যকর্মীদের পাঠিয়ে দিয়েছে তুরস্ক ও সিরিয়াতে।
মৃত্যু মিছিল যে হারে বাড়ছে তার সাথে একমাত্র যুদ্ধ বিদ্ধস্ত কোনও দেশের তুলনা চলতে পারে। একদিকে হাজার হাজার মানুষ ঘরছাড়া, অন্যদিকে হাড় - কাঁপানো ঠান্ডা, ক্ষুধা, স্বজন হারানোর কান্না, সবমিলিয়ে অবর্ণনীয় অবস্থা। এর আগে, জঙ্গি সংগঠন আইএসআইএস'র রাজত্ব কালে এই ধরণের চিত্র সিরিয়াতে দেখা গিয়েছিল। তবে, এইবারের বিপর্যয় যেন সেই সংকটকেও ছাড়িয়ে গিয়েছে। তবে, উদ্ধারকার্য জারি রয়েছে যার ফলে ধ্বংসস্তুপের নীচে আটকে পড়া বহু মানুষকে বাঁচানো সম্ভব হচ্ছে। এই সামানদাগ জেলার হাতায়ের কথাই ধরা যাক। সেখানে, ৯০ মিনিট উদ্ধারকার্য চালিয়ে এক ১০ বছরের শিশুপুত্রকে তার মা সহ উদ্ধার করা গেছে। সেই হাতায়েই আরও ৫ মিনিট পর আশিয়া দনমেজ নামের ৭ বছরের এক শিশুকন্যাকে উদ্ধার করা হয়।
তবে, মৃতের হার যে ভাবে বাড়ছে তাতে কতজন মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে তা নিয়ে উদ্ধারকারীরাই দ্বিধাভক্ত। তাৎপর্যপূর্ণ ভাবে, সিরিয়ার বিদ্রোহীদের দখলে থাকা অংশগুলিতে এই প্রথম সংযুক্ত রাষ্ট্রের ত্রাণ পৌঁছাল। তাছাড়া, ভারত সহ বহু দেশ ত্রাণ ও অন্যান্য সামগ্রী পৌঁছে দিচ্ছে দুই দেশে। প্রাকৃতিক বিপর্যয় যেন গোটা দুনিয়াকে এক সূত্রে বেঁধে ফেলেছে।
We hate spam as much as you do