বোলসোনারোর চেয়ে ৬০ লক্ষ ভোটে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ডে লুলা। মাত্র ১.৬ শতাংশ ভোটের জন্য লুলাকে যেতে হচ্ছে চূড়ান্ত দফার নির্বাচনে। লুলার পক্ষে সমর্থনের হার ৪৮.৪ শতাংশ। বিপরীতে বোলসোনারো ৪৩.২ শতাংশ। ৯৯.৮ শতাংশ ভোট গণনার শেষে লুলার পক্ষে ভোট ৫ কোটি ৭০ লক্ষ। বিপরীতে বোলসোনারো ৫ কোটি ১০ লক্ষ।
ব্রাজিলে নির্বাচনে এগিয়ে লুলা, নিম্নকক্ষে এগিয়ে বলসোনারো, সেখানেও লুলার ভোটও বাড়ল
৪ অক্টোবর, ২০২২
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী লুলা ইনাসিও দ্য সিলভার চেয়ে কিছু পিছিয়ে রয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তবে তাঁর দল পার্লামেন্ট কংগ্রেসে এগিয়ে রয়েছে।
এদিকে বোলসোনারোর চেয়ে ৬০ লক্ষ ভোটে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ডে লুলা। মাত্র ১.৬ শতাংশ ভোটের জন্য লুলাকে যেতে হচ্ছে চূড়ান্ত দফার নির্বাচনে। লুলার পক্ষে সমর্থনের হার ৪৮.৪ শতাংশ। বিপরীতে বোলসোনারো ৪৩.২ শতাংশ। ৯৯.৮ শতাংশ ভোট গণনার শেষে লুলার পক্ষে ভোট ৫ কোটি ৭০ লক্ষ। বিপরীতে বোলসোনারো ৫ কোটি ১০ লক্ষ।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলসোনারোর রক্ষণশীল ডানপন্থী দল লিবারেল পার্টি এককভাবে ব্রাজিলের পার্লামেন্ট কংগ্রেসের ৫১৩ আসনের মধ্যে ৯৯টি আসন লাভ করেছে, যা গতবারের ৭৭টি আসনের চেয়ে ২২টি আসন বেশি। সব মিলিয়ে বলসোনারো ও তাঁর জোট এখনো কংগ্রেসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ অবস্থানেই থাকবে। নিম্নকক্ষের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণে থাকবে তাদের।
কেবল নিম্নকক্ষই নয়, বলসোনারোর দল কংগ্রেসের নির্বাচন হওয়া ২৭টি আসনের মধ্যে ১৩ টিতেই জয় লাভ করেছে। বলসোনারোর দলের এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের সময় আরও দুটি আসন জেতার সম্ভাবনা রয়েছে।
অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকই ধারণা করেছিলেন, প্রথম ধাপের ভোটেই লুলা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন। কিন্তু তিনি তা নিশ্চিত করতে পারেননি। ফলে, আগামী ৩০ অক্টোবর দ্বিতীয় ধাপের নির্বাচনে লড়তে হবে তাঁকে। এদিকে, তাঁর দল ওয়ার্কার্স পার্টি কংগ্রেসের নিম্নকক্ষে আগের নির্বাচনের তুলনায় এবার ১০টি আসন বেশি পেয়েছে। তার পরও তাঁর দলকে ৬৮টি আসন নিয়ে নিম্নকক্ষের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবেই থাকতে হবে। ফলে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও লুলাকে কংগ্রেসের উভয় কক্ষে শক্ত বাধার মুখে পড়তে হবে।
তবুও এই সময়কালে ব্রাজিল উগ্র দক্ষিনপন্থার বিরুদ্ধে বামপন্থীদের জয়ী হয়ে ফিরে আসা এক উল্লেখযোগ্য ঘটনা।
সূত্র : রয়টার্স।
We hate spam as much as you do