Tranding

03:47 PM - 01 Dec 2025

Home / Other Districts / রাম-নবমীতে SFI এর রাতপাহারা, "অশান্তি পাকালে জ্যোতি বসু-বুদ্ধবাবুর ট্রিটমেন্ট

রাম-নবমীতে SFI এর রাতপাহারা, "অশান্তি পাকালে জ্যোতি বসু-বুদ্ধবাবুর ট্রিটমেন্ট

এরই মধ্যে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জনের বক্তব্য, “৯২ সালে বাংলার মাটিতে SFI রাত পাহারা দিয়েছিল, এবারও তাই করবে। রাজ্যজুড়ে ক্যাম্প তৈরি হবে, রাম-নবমীতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

রাম-নবমীতে SFI এর রাতপাহারা, "অশান্তি পাকালে জ্যোতি বসু-বুদ্ধবাবুর ট্রিটমেন্ট

রাম-নবমীতে SFI এর রাতপাহারা, "অশান্তি পাকালে জ্যোতি বসু-বুদ্ধবাবুর ট্রিটমেন্ট

 মঙ্গল, 02 এপ্রিল 2025 

 
রাম-নবমী ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা চরমে। বিজেপির দাবি, ওই দিন রাজ্যে এক কোটি হিন্দু রাস্তায় নামবে, অন্যদিকে, তৃণমূল নেতারা শান্তিপূর্ণ উদযাপনের বার্তা দিচ্ছেন। এরই মধ্যে এবার কঠোর অবস্থান নিল SFI.. সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেউ অশান্তি পাকানোর চেষ্টা করলে, তাঁরা জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের দেখানো পথেই হাঁটবেন। বুদ্ধবাবু একসময় বলেছিলেন কেউ দাঙ্গা করতে তার পরিচয় না দেখেই দাঙ্গাবাজের মাথা ভেঙে দেওয়া হবে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে এই ধরনের নির্লিপ্ত, নিরপেক্ষ উক্তি শোনা যায়নি। তারা বলেছেন ব্যবস্থা নেবেন।। কিন্তু কতটা করা হবে অশান্তিবাজদের বিরুদ্ধে তা দেখার।


এরই মধ্যে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জনের বক্তব্য, “৯২ সালে বাংলার মাটিতে SFI রাত পাহারা দিয়েছিল, এবারও তাই করবে। রাজ্যজুড়ে ক্যাম্প তৈরি হবে, রাম-নবমীতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”


প্রসঙ্গত, রাম-নবমী ও ইদ উপলক্ষে রাজ্য পুলিশ আগেই সতর্কবার্তা দিয়েছে। ৬ এপ্রিল রাম-নবমী পালিত হবে, আর সেই দিন যাতে কোনও অশান্তি না হয়, সে জন্য প্রশাসনও তৈরি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, “এক কোটি হিন্দু পথে নামবে,” অন্যদিকে, তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ধর্মীয় উৎসব ঘরে বসেই পালন করুন, অযথা উত্তেজনা বাড়ানোর প্রয়োজন নেই।”


এই পরিস্থিতিতে, SFI-এর এই ঘোষণা নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণে এই অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Your Opinion

We hate spam as much as you do