Tranding

02:36 PM - 01 Dec 2025

Home / World / পুলিৎজার পুরস্কৃত ভারতীয় চিত্র সাংবাদিক দানিস সিদ্দিকী নিহত তালিবান আফগান সংঘর্ষের মাঝে

পুলিৎজার পুরস্কৃত ভারতীয় চিত্র সাংবাদিক দানিস সিদ্দিকী নিহত তালিবান আফগান সংঘর্ষের মাঝে

দেশের ভিতরেও অসংখ্য না জানা তথ্যের ছবি দানিসের অবদান। দিল্লী দাঙ্গা থেকে রোহিঙ্গা  অসংখ্য ছবি তুলেছিলেন দানিশ সিদ্দিকি। এই সময়ের ছবি। মৃত্যু, ভয় আর ঘেন্নার ছবি৷ একদল মৌলবাদী ঘিরে ধরে পেটাচ্ছে একজন সংখ্যালঘুকে। রক্তে ভিজতে ভিজতে তিনি মারা যাচ্ছেন। এই রকম একটা ছবির কথা মনে পড়ছে। দানিশের ছবি ছবি নয় ঘটনার দগদগে বর্নণা। বিবেকের দরজায় কড়া নেড়ে যায়। এগুলো শুধু ছবি নয় যুগ যুগ ধরে সময়ের দলিল।

পুলিৎজার পুরস্কৃত ভারতীয় চিত্র সাংবাদিক দানিস সিদ্দিকী নিহত তালিবান আফগান সংঘর্ষের মাঝে

পুলিৎজার পুরস্কৃত ভারতীয় চিত্র সাংবাদিক দানিস সিদ্দিকী নিহত তালিবান আফগান সংঘর্ষের মাঝে

newscopes.in 16th july  তালিবান তাণ্ডবে ক্রমশ অশান্ত হয়ে উঠছে আফগানিস্তানের কান্দাহার। আফগান সেনা ও জঙ্গি সংগঠন তালিবানের সংঘর্ষের মাঝে পড়ে নিহত হলেন রয়টার্সের ভারতীয় মুখ্য চিত্র সাংবাদিক দানেশ সিদ্দিকি। ভারতে আফগান রাষ্ট্রদূত ফারহিদ মামুনদাজি এই খবর নিশ্চিত করেছেন। টুইটে তিনি জানিয়েছেন, ‘অত্যন্ত হতাশার সঙ্গে জানাচ্ছি যে, গত রাতে কান্দাহারে নিজের কাজ করার সময় নিহত হয়েছেন ৪০ বছর বয়সী পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি। তিনি কাবুলে যাওয়ার ২ সপ্তাহ আগে তাঁর সাথে দেখা করেছি। তাঁর পরিবার ও রয়টার্সের প্রতি সমবেদনা। "  আফগান স্পেশাল ফোর্সের সাথে একটি রিপোর্টিং অ্যাসাইনমেন্টে যাওয়ার সময় তিনি নিহত হন।

 কান্দাহারের পরিস্থিতি উদ্বেগজনক হতেই গত কয়েকদিন আগে সেখানে চলে যান চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি। সেখানকার ছবি তোলা ও খবর পাঠানোর কাজ করছিলেন তিনি। গত রাতে আফগান সেনার সঙ্গে কান্দাহারের স্পিন বোল্ড জেলায় যান সিদ্দিকি। সেখানেই তল্লাশির সময় আফগান সেনাকে আক্রমণ করে তালিবান জঙ্গিরা। আফগান সেনা ও জঙ্গি সংগঠন তালিবানের সংঘর্ষের মাঝে পড়ে যান ওই প্রখ্যাত চিত্র সাংবাদিক। সেখানেই গুলি লেগে নিহত হন রয়টার্সের ভারতীয় মুখ্য চিত্র সাংবাদিক দানেশ সিদ্দিকি।

 

 

দানিশ সিদ্দিকি, একজন পুলিৎজার পুরস্কার বিজয়ী চিত্র সাংবাদিক, তিনি টেলিভিশনের সংবাদদাতা হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন এবং পরে চিত্র সাংবাদিকতায় সরে এসেছিলেন। তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক ছিলেন এবং সেপ্টেম্বর ২০০৮ থেকে জানুয়ারী ২০১০ পর্যন্ত ইন্ডিয়া টুডে গ্রুপের সংবাদদাতা হিসাবে কাজ করেছিলেন।

গত কয়েক দিন ধরে দানিশ সিদ্দিকি আফগানিস্তানের কান্দাহার অঞ্চলে তীব্র উত্তেজনার পরিস্থিতির মধ্যেও কাজ করে যাচ্ছিলেন। তিনি কয়েকটি মিশনে আফগান স্পেশাল ফোর্সের সাথে কাজ করেছিলেন। 

মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী আফগানিস্তান এলাকা থেকে সরে আসার কারণে তীব্রতর হয়েছে তালিবান সক্রিয়তা। তালিবানরা উত্তর ও পশ্চিমে বেশ কয়েকটি জেলা এবং সীমান্ত দখলে নিয়েছে। ফলে সংঘর্ষ থামার কোনো সম্ভাবনা নেই।

 

 

দেশের ভিতরেও অসংখ্য না জানা তথ্যের ছবি দানিসের অবদান। দিল্লী দাঙ্গা থেকে রোহিঙ্গা  অসংখ্য ছবি তুলেছিলেন দানিশ সিদ্দিকি। এই সময়ের ছবি। মৃত্যু, ভয় আর ঘেন্নার ছবি৷

 

 

একদল মৌলবাদী ঘিরে ধরে পেটাচ্ছে একজন সংখ্যালঘুকে। রক্তে ভিজতে ভিজতে তিনি মারা যাচ্ছেন। এই রকম একটা ছবির কথা মনে পড়ছে।
দানিশের ছবি ছবি নয় ঘটনার দগদগে বর্নণা। বিবেকের দরজায় কড়া নেড়ে যায়। এগুলো শুধু ছবি নয় যুগ যুগ ধরে সময়ের দলিল।

​​​​

 

Your Opinion

We hate spam as much as you do