সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। তিনি বলেন, ‘‘যত রকম আইনি এবং লাইনি পথ আছে সব চেষ্টাই করেছেন। কিন্তু তাতে কাজ হয় না। গরু পাচার, কয়লা পাচারের অভিযোগে তাঁর নাম আছে সবাই জানত। কিন্তু তিনি যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও যুক্ত, তা তো ওঁর দলের লোকেরাই সামনে এনেছেন। এখন তদন্ত দরকার। দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করা দরকার।’’
অভিষেককে সিবিআই ডাকল! সাথে মহঃ সেলিমের কটাক্ষ আর মমতার হুঙ্কার
May 19, 2023
শনিবার সকালে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ আদালতের নির্দেশের পরই ময়দানে নেমে পড়ল সিবিআই ৷ নোটিশ পাঠানো হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে ৷ সিবিআই সূত্রে খবর, আগামিকাল সকাল 11টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
কুন্তল ঘোষের চিঠি মামলায় আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় নির্দেশ দিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ এরপরই সেই রায়ের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারপতির রায় এমন অভিযোগও শোনা গিয়েছিল তৃণমূল নেতৃত্বের গলায় ৷ দেশের শীর্ষ আদালতের নির্দেশ মোতাবেক হাইকোর্টে অভিষেক মামলার বেঞ্চ বদল হলেও কার্যত রায়ের উপর তার কোনও প্রভাবই পড়েনি ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বেঞ্চ থেকে অভিষেক মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেই হচ্ছে অভিষেককে ৷বৃহস্পতিবারই বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়ে দিয়েছিলেন, এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই মনে করলে অভিষেককে জেরা করতেই পারে ৷ এমনকী বারবার এই ধরণের মামলা করে আদালতের সময় নষ্ট করায় রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতি ৷ কুন্তল ঘোষ এবং অভিষেককে 25 লক্ষ টাকা করে জরিমানাও করে আদালত ৷ যদিও সেই রায়কেও চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তবে সেখানেও স্বস্তি মেলেনি ৷ শুক্রবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খায় অভিষেকের মামলা ৷ কার্যত এদিন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাই শুনতে চায়নি ৷ আর ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিবিআইয়ের সমন গেল অভিষেকের কাছে ৷
সিবিআই সূত্রে খবর, সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য একটি নীল নকশা তৈরি করছেন। জানা গিয়েছে, অভিষেককে জিজ্ঞাসাবাদ পর্বের নেতৃত্বে থাকবেন দু'জন এসপি পদমর্যাদার সিবিআই আধিকারিক। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কী জানতে চাওয়া হবে সেই সম্পর্কে একটি প্রশ্ন তালিকাও তৈরি করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, সেই প্রশ্নমালা পাঠানো হয়েছে দিল্লিতে সিবিআই সদর দফতরেও ৷ সিবিআইয়ের উচ্চ পদস্থ আধিকারিকদের সবুজ সংকেত পাওয়ার পরেই তদন্তকারীরা আগামিকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করবেন ৷মূলত আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করবেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। কুন্তল ঘোষ দাবি করেছিলেন, তাঁকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে তদন্তকারি সংস্থা। সেই চিঠির ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন সিবিআইযের আধিকারিকরা ৷ সূত্রের খবর, এদিন রাতেই বাঁকুড়া থেকে কলকাতা ফিরছেন অভিষেক ৷ এরপর আগামিকাল নিজাম প্যালেসে হাজিরা দেবেন তিনি ৷
সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। তিনি বলেন, ‘‘যত রকম আইনি এবং লাইনি পথ আছে সব চেষ্টাই করেছেন। কিন্তু তাতে কাজ হয় না। গরু পাচার, কয়লা পাচারের অভিযোগে তাঁর নাম আছে সবাই জানত। কিন্তু তিনি যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও যুক্ত, তা তো ওঁর দলের লোকেরাই সামনে এনেছেন। এখন তদন্ত দরকার। দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করা দরকার।’’
সিবিআই নোটিশ পাঠানোর পর হুঙ্কার ছাড়লেন মমতা। তৃ়ণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী বলেন, অভিষেককে আটকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না, আমি নবজোয়ারকে নবপ্লাবনে পরিণত করব।
মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারের পর রাজনৈতিক মহল সরগরম। আর অভিষেক বলেছেন তিনি বাঁকুড়া থেকে সরাসরি কলকাতায় ফিরে শনিবার সিবিআই জেরার মুখোমুখি হবেন।
শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ সিবিআইয়ের নোটিস পান ডায়মন্ড হারবারের সাংসদ। তারপরেই সিদ্ধান্ত নেন কলকাতায় ফিরবেন। সূত্রের খবর, শনিবার সকাল ১১টায় সিবিআই দফতরে হাজিরা দিতে যাওয়ার কথা অভিষেকের।
নিয়োগ দুর্নীতির তদন্তে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে উল্লেখ করেছিলেন, কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে অভিষেককে জেরা করা উচিত। সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে ফিরে আসে। বেঞ্চ বদলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন। সেইসঙ্গে আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করে হাইকোর্ট।
We hate spam as much as you do