উদ্বোধন করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত এই গবেষণা কেন্দ্রের। আগামী 17 জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে দলের তরফে। উদ্বোধন করবেন সিপিআইএম নেতা প্রকাশ কারাত। উপস্থিত থাকবেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
প্রয়ান দিনে জ্যোতি বসু রিসার্চ সেন্টার উদ্বোধন পর কলকাতাতেই CPI(M) কেন্দ্রীয় কমিটির বৈঠক
Dec 17, 2024,
'জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ' বা JBCSSR প্রথম পর্যায়ের ভবন নির্মাণের কাজ শেষের পথে। তবে, সম্পূর্ণ কাজ পরে শেষ হবে। তাই প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরেই উদ্বোধন করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত এই গবেষণা কেন্দ্রের। আগামী 17 জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে দলের তরফে। উদ্বোধন করবেন সিপিআইএম নেতা প্রকাশ কারাত। উপস্থিত থাকবেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বক্তব্যে থাকবেন বিমান বসু মহঃ সেলিম সহ অন্যান্য নেতৃত্ব।ঝ
সেই অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরপরই কলকাতাতেই সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে ৷ যা চলবে তিন দিন।17-19 জানুয়ারি যেখানে সিপিআইএমের পরবর্তী পার্টি কংগ্রেসের রাজনৈতিক লাইনও গৃহীত হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, 2022 সালের 8 জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রয়াত সিপিএম নেতা জ্যোতি বসুর 109তম জন্মবার্ষিকীতে নিউটাউনে তাঁর নামাঙ্কিত 'জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ'-এর কাজ শুরু হয়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সেদিন এই কাজের সূচনা করেছিলেন ৷
বিভিন্ন পর্যায়ের ভবন নির্মাণের কাজ সরজমিনে দেখতে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, মহম্মদ সেলিমরা। খুব শীঘ্রই প্রথম ধাপের কাজ শেষ হবে। তামিলনাড়ুর মাদুরাইতে আগামী বছর 2 থেকে 6 এপ্রিল সিপিএমের 24তম পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব তৈরি হবে। সে বিষয়েও আলোচনা হয়েছে।সিপিএম কেন্দ্রীয় কমিটির তরফে পার্টি কংগ্রেসের প্রস্তুতির বিষয়ে বিবৃতিও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, "কেন্দ্রীয় কমিটি 2022 সালের এপ্রিলে অনুষ্ঠিত শেষ পার্টি কংগ্রেসে গৃহীত রাজনৈতিক-কৌশলগত লাইন বাস্তবায়নের বিষয়ে একটি রাজনৈতিক পর্যালোচনা প্রতিবেদন আলোচনা করে এবং তা গৃহীত হয়। তার উপর ভিত্তি করেই মাদুরাইতে 2 থেকে 6 এপ্রিল, 2025-এর মধ্যে অনুষ্ঠিতব্য 24তম পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব তৈরি হবে।"
We hate spam as much as you do