Tranding

02:42 PM - 01 Dec 2025

Home / Other Districts / গোয়ালপোখরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত ১, বিবাদের জের পঞ্চায়েত প্রধানের সাথে

গোয়ালপোখরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত ১, বিবাদের জের পঞ্চায়েত প্রধানের সাথে

আরিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোয়ালপোখরের স্থানীয় তৃণমূল নেতৃত্ব ইসলামপুর মহকুমা হাসপাতালে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত আরিফের কাকা মহম্মদ খলিল জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের সদস্য। পঞ্চায়েতের প্রধান মহম্মদ নাজিসের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বিবাদ চলছিল বলে অভিযোগ।

গোয়ালপোখরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত ১, বিবাদের জের পঞ্চায়েত প্রধানের সাথে

গোয়ালপোখরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত ১, বিবাদের জের পঞ্চায়েত প্রধানের সাথে
 
Feb 19, 2023 

শুক্রবার আচমকাই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন গুলি চলে। তবে রাতের অন্ধকারে কারা গুলি চালিয়েছে সে বিষয়ে কেউই সঠিক কিছু জানাতে পারেনি।


 দু পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে চলে গুলি চালানোর ঘটনায় রাতেই উত্তেজনা ছড়ায় গোয়ালপোখরে। সেই গুলির আঘাতেই মৃত্যু হল একজনের। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও রাতে তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার মদিনা চক এলাকার ঘটনা। শুক্রবার রাতে দুই পক্ষের সংঘর্ষে গুলি চলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় এক মহিলা সহ তিনজন গুলিবিদ্ধ হন। রাত গড়াতেই ফের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় মহম্মদ আরিফ নামে এক যুবককে। গোয়ালপোখর থানার পুলিশ তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা আরিফকে মৃত বলে ঘোষণা করে।


স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক গুলিবিদ্ধ তিনজনকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়েই হাসপাতালে যায় ইসলামপুর থানার পুলিশ।

আরিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোয়ালপোখরের স্থানীয় তৃণমূল নেতৃত্ব ইসলামপুর মহকুমা হাসপাতালে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত আরিফের কাকা মহম্মদ খলিল জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের সদস্য। পঞ্চায়েতের প্রধান মহম্মদ নাজিসের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বিবাদ চলছিল বলে অভিযোগ।


শুক্রবার আচমকাই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন গুলি চলে। তবে রাতের অন্ধকারে কারা গুলি চালিয়েছে সে বিষয়ে কেউই সঠিক কিছু জানাতে পারেনি। যদিও নাজিসের লোকজনই গুলি চালিয়েছে বলে দাবি করেছেন আক্রান্তরা।

গোটা ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Your Opinion

We hate spam as much as you do