বিবিসি জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভা মিশরের প্রস্তাবিত চুক্তিতে রাজি হয়ে যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, এই যুদ্ধবিরতি হবে সমঝোতার ভিত্তিতে এবং নিঃশর্ত।
ইজরায়েল- গাজার সংঘর্ষ বিরতি। মিশরের মধ্যস্থতায় সশস্ত্র শত্রুতার সাময়িক বিরতি ঘোষনা ।
ইজরায়েল- গাজা ভুখন্ডের সংঘর্ষের বিরতি। গত শুক্রবার থেকে। উভয়েই মিশরের মধ্যস্থতায় সশস্ত্র শত্রুতার সাময়িক বিরতি ঘোষনা করল।
সমস্ত আকাশ জুড়ে উভয় দিক থেকে ছোঁড়া রকেট হানায় যেন আগুন জ্বলছিল। বিশেষ করে গাজা উপকণ্ঠে চারিদিকে শুধু ধোঁয়া আর অন্ধকার আর ধ্বংসের ছবি। ইজরায়েল গাজা উভয় দিকের সীমান্তের বাসিন্দারা তাদের বাড়ি থেকে বেরিয়ে নিজের কাজে গেছেন।
বিবিসি জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভা মিশরের প্রস্তাবিত চুক্তিতে রাজি হয়ে যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, এই যুদ্ধবিরতি হবে সমঝোতার ভিত্তিতে এবং নিঃশর্ত।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে এটাই বলেছেন যে প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ দেখতে চায় না।
রয়টার্স জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে হামাস জানিয়েছে।
ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হওয়াকে নিজেদের ‘বিজয়’ হিসেবে দেখছে হামাস।
দলটির এক নেতাকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, এটা ফিলিস্তিনি জনগণের ‘বিজয়’ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘পরাজয়’।
হামাস নেতারা এটাও বলেছেন, ঘোষণা এলেও যুদ্ধবিরতি চুক্তির খুটিনাটি চূড়ান্ত না হওয়া অবধি তারা সতর্ক অবস্থায় থাকবেন।
মিশরের প্রেসিডেন্ট আবুল ফাত্তাহ সিসিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুদ্ধবিরতি দুই পক্ষ প্রতিপালন করছে কি না, তা পর্যবেক্ষণের জন্য মিশরীয় নিরাপত্তা কর্মকর্তারা ইসরায়েল ও ফিলিস্তিনে যাচ্ছেন।
মিশরের পাশাপাশি কাতার ও জাতিসংঘ দুই পক্ষকে যুদ্ধবিরতি রাজি করানোর ভূমিকায় ছিল বলে বিবিসি জানিয়েছে।
ছবি- গাজা ভুখন্ডের উত্তর দিকের জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইজরায়েল হানার ধ্বংসাবশেষের মধ্যে বসে থাকা বালকটি।
We hate spam as much as you do