প্রেসিডেনট জো বাইডেন তার প্রথম গন ভাষনে ঘোষনা করলেন ১লা মে এর মধ্যে দেশের সমস্ত ব্যাক্তির ভ্যাকসিনেসন সম্পুর্ণ করবেন।
৪ঠা জুলাই স্বাধীনতা দিবসের দিনই হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইরাস মুক্তি দিবস। ঘোষনা বাইডেনের।
কোভিড মহামারীর আক্রমণে সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে নাস্তানাবুদ হয়েছিল । প্রায় পাঁচ লক্ষ মানুষের মৃত্যু, যা দুটো বিশ্বযুদ্ধে মৃত্যুর অনেক বেশি।। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেনট জো বাইডেন তার প্রথম গন ভাষনে ঘোষনা করলেন ১লা মে এর মধ্যে দেশের সমস্ত ব্যাক্তির ভ্যাকসিনেসন সম্পুর্ণ করবেন। এই মর্মে সমস্ত স্টেটস গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে ।
১৭৭৬ এ ইংল্যান্ডের হাত থেকে মার্কিন দেশের স্বাধীনতা লাভের দিন ৪ঠা জুলাই প্রতি বছর ধুমধাম করে পালিত হয়। ২০২০তে সাধারণ মানুষ বাধ্য হয়েছে ঘরে থাকতে , পরস্পরের সাথে না মিলিত হতে।এ বছর আশা করা যায় ৪ঠা জুলাই উৎসবে ফিরে আসা যাবে। সব মানুষ যদি ঠিকমত ভ্যাকসিন নেয়।
We hate spam as much as you do