সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, খালিদ জাদরান নামে কাবুলের নিরাপত্তা বিভাগের এক মুখপাত্র টুইট করে জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের কাছেই বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে তালিবান নিরাপত্তা বাহিনী।
তালিবান বিদেশ মন্ত্রকে হামলা, প্রচণ্ড বিস্ফোরণ, মৃত অন্তত ২০
Jan 11, 2023
ফের আফগানিস্তানের রাজধানী কাবুলে বড় মাপের বিস্ফোরণ। সূত্রের খবর, বুধবার বিকেলে, আফগান বিদেশ মন্ত্রকের ভবনের কাছেই এক জায়গায় বিস্ফোরণ ঘটেছে। শুধু তাই নয়, রুশ সংবাদ সংস্থা স্পুটনিকের প্রতিবেদন অনুযায়ী আফগান বিদেশ মন্ত্রকের প্রধান দরজার ঠিক বাইরে বিস্ফোরণ এবং গুলি চলার আওয়া পাওয়া গিয়েছে।
সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, খালিদ জাদরান নামে কাবুলের নিরাপত্তা বিভাগের এক মুখপাত্র টুইট করে জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের কাছেই বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে তালিবান নিরাপত্তা বাহিনী।
চলতি বছরের শুরু থেকেই আফগানিস্তান, বিশেষ করে রাজধানী কাবুল একের পর এক বিস্ফোরণ-নাশকতার সাক্ষী হয়েছে। একেবারে বছরের শুরুর দিনে, ১ জানুয়ারি কাবুলের সামরিক বিমান বন্দরে এক জোরালো বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও ৮ জন। সামরিক বিমান বন্দরের প্রধান দরজার কাছে ওই বিস্ফোরণ ঘটেছিল। এর তিনদিন পর, ৪ জানুয়ারি, একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল কাবুল। দুটি ঘটনার ক্ষেত্রেই কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
তবে, ২০২১ সালের অগস্টে তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করার পর থেকে, আফগানিস্তানে একের পর এক হামলা চালিয়েছে আইএস জঙ্গি গোষ্ঠীর আফগান শাখা। হাজারা, শিয়া, সুফিদের মতো আফগান সংখ্যালঘুদের উপর একের পর এক হামলা হয়েছে।
We hate spam as much as you do