প্রচুর ব্লাড লাগবে। যারা ব্লাড দিতে পারবে তারা প্লিজ ব্লাড ব্যাংকে চলে আসুন। অথবা এই নাম্বার এ যোগাযোগ করুন..... 8389845286- 8250604824- 8016209852 -9832668658- 8617566080- 9832581911- 8509820204...
ময়নাগুড়ির দুর্ঘটনাস্থলে রেড ভলান্টিয়ার্স, চালু হেল্পলাইন নম্বর রক্তদানে বিরাট লাইন
ময়নাগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনায় জখম একাধিক। এখনও লাইনচ্যুত কামরাগুলিতে ফেঁসে রয়েছেন যাত্রীরা। প্রশাসনের পাশাপাশি এবার উদ্ধারকাজে হাত লাগাতে সরাসরি ঘটনাস্থলে পৌঁছে গেলেন রেড ভলান্টিয়াররা।
(Red Volunteers)। হেল্পলাইন নম্বরও চালু করেছেন
CPIM ময়নাগুড়ি এরিয়া কমিটির সম্পাদক অপূর্ব রায় রয়েছেন ঘটনাস্থলে। তাঁর সঙ্গেই পৌঁছে গিয়েছেন স্থানীয় রেড ভলান্টিয়ারদের সদস্যরা। নিখোঁজ যাত্রীদের সন্ধান চালানো, জখমদের হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তাঁরা। একইসঙ্গে জখমদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা থেকে শুরু করে যাত্রী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে কোমর বেঁধে নেমে পড়েছেন CPIM-এর এই তরুণ সদস্যরা। যে কোনও প্রয়োজনে রেড ভলান্টিয়ারদের পক্ষ থেকে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বরও। নম্বরটি হল, ৮২৫০৯৩৮৪৭৪। গোটা বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সকলকে অবগত করেছেন CPIM-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)।
করোনা (Coronavirus) পরিস্থিতিতে আর্তদের সাহায্য করতে রেড ভলান্টিয়ার্স দল গঠন করে সিপিএম। রাজ্যের সব প্রান্তেই পার্টির ছাত্র-যুবদের নিয়ে এই দল গঠন করা হয়। কোভিড (COVID-19) মোকাবিলায় প্রাণ বাজি রেখে কাজ করেছেন রেড ভলান্টিয়ার্সরা। কোথাও অক্সিজেন পৌঁছে দিয়েছেন, কোথাও প্রয়োজনীয় খাবার-দাবার কিংবা ওষুধ। পাড়া পাড়ায় দিয়ে স্যানিটাইজেশনের প্রোগ্রাম থেকে করোনা মোকাবিলায় সচেতনতা বাড়ানো, সমস্ত কাজই দক্ষতার সঙ্গে করেছেন রেড ভলান্টিয়ার্সরা।
আবেদন --------
""জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ও দোমহনী জংশনের ওভারব্রীজ সংলগ্ন এলাকায় লাইনচ্যুত গৌহাটিগামী আপ বিকানীর এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে!
যেকোনো প্রয়োজনে বা রক্তের প্রয়োজনে যোগাযোগ করুন #redvolunteer দের সঙ্গে যোগাযোগ নম্বর 👇
62962 26502 শুভম সাহা
89023 77103 অনুভব দে
96354 03905 উৎসা চৌধুরী
93827 36754 সৌভিক ঘোষ
7980919930 সৌহার্দ্য দেব
এছাড়াও ঘটনা স্থলে আছেন #CPIM এর ময়নাগুড়ি এরিয়া কমিটির সম্পাদক কমরেড অপূর্ব রায় 8250938474.
যদি কারো দরকার হয়.....
ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়ি জেলা কমিটির হেল্পলাইন নম্বরঃ
8927601537
8116631085
7001562844
6296226502
8617309914
প্রচুর ব্লাড লাগবে। যারা ব্লাড দিতে পারবে তারা প্লিজ ব্লাড ব্যাংকে চলে আসুন। অথবা এই নাম্বার এ যোগাযোগ করুন.....
8389845286
8250604824
8016209852
9832668658
8617566080
9832581911
8509820204...
We hate spam as much as you do