Tranding

01:38 PM - 01 Dec 2025

Home / World / ইজরায়েলের হাসপাতাল, গোয়েন্দা দপ্তর ও স্টক এক্সচেঞ্জে তীব্র আঘাত করল ইরান

ইজরায়েলের হাসপাতাল, গোয়েন্দা দপ্তর ও স্টক এক্সচেঞ্জে তীব্র আঘাত করল ইরান

ইরানের ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ইজরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে। এর মধ্যে একটি তেল আভিভ স্টক এক্সচেঞ্জ ভবনকে লক্ষ্য করে ছোড়া হয়। এর পরপরই সেই এলাকায় বিশাল সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। ইরানের এই হামলার পর চুপ থাকেনি ইজরায়েল৷ তাদের জেট বিমান ইরানের খন্দাবের হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকায় হামলা চালায়। এর আগে আরাক পারমাণবিক রিঅ্যাক্টর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

ইজরায়েলের হাসপাতাল, গোয়েন্দা দপ্তর ও স্টক এক্সচেঞ্জে তীব্র আঘাত করল ইরান

ইজরায়েলের হাসপাতাল, গোয়েন্দা দপ্তর ও স্টক এক্সচেঞ্জে তীব্র আঘাত করল ইরান

19 জুন 2025 


সপ্তম দিনে গড়িয়েছে ইরান-ইসরায়েল সংঘাত। একে অপরকে লক্ষ্য করে শত শত মিসাইল ছোড়ার পাশাপাশি নিয়মিত ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে দেশ দুটি। ইরানের শক্তি খবর্ব করতে একের পর এক পারমানবিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বসে নেই ইরানও; নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা করে এরই মধ্যে দূর্বল করে দিয়েছে প্রতিপক্ষের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দিনের শুরুতেই আরও একটি বড় হামলা চালিয়েছে দেশটি। 

ইরানের এবারের ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স (আইডিএফ সি৪১) সদর দপ্তর এবং গ্যাভ-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা শিবিরে। এ সময় সেখানে অবস্থিত এক হাজার শয্যার একটি হাসপাতালও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেপণাস্ত্রের শকওয়েভের কারণে। এছাড়া তেল আবিবে অবস্থিত ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে চরমভাবে। 

বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। 

প্রতিবেদন অনুযায়ী, আজ ১৯ জুন সকালে বড় পরিসরে হামলা চালিয়েছে ইরান। কমপক্ষে ২৫টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের বিভিন্ন স্থানে।  


অভিযোগ ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার সরাসরি ইজরায়েলের বীরশেভা শহরের সরোকা হাসপাতালকে লক্ষ্য করে আঘাত হানে। এতে একজন ৬০ বছর বয়সী ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে সাধারণ জনগণকে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে।


হামলার পর ইজরায়েল কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ইজরায়েলের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী এলি কোহেন বলেন, “তেহরানের সন্ত্রাসী সরকার আজ আবার একটি যুদ্ধাপরাধ করেছে। তারা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করছে। আমাদের সেনাদের গায়ে একটা আঁচড়ও পড়েনি৷ এবার ইরানকে এর মূল্য চোকাতে হবে।”


ইরানের ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ইজরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে। এর মধ্যে একটি তেল আভিভ স্টক এক্সচেঞ্জ ভবনকে লক্ষ্য করে ছোড়া হয়। এর পরপরই সেই এলাকায় বিশাল সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে।

ইরানের এই হামলার পর চুপ থাকেনি ইজরায়েল৷ তাদের জেট বিমান ইরানের খন্দাবের হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকায় হামলা চালায়। এর আগে আরাক পারমাণবিক রিঅ্যাক্টর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ তাদের টেলিগ্রামে জানিয়েছে, বৃহস্পতিবার সকালের ক্ষেপণাস্ত্র হামলার ‘প্রধান লক্ষ্যবস্তু’ ছিল ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স (আইডিএফ সি৪১) সদর দপ্তর এবং গ্যাভ-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা শিবির’।

স্থাপনাটি বে’র শেভায় সোরোকা হাসপাতালের পাশে অবস্থিত। ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৃষ্ট ‘শকওয়েভের কারণে’ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালটিও। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এছাড়া, তেল আবিব স্টক এক্সচেঞ্জ ভবনে ডজনখানেক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে একইদিন। আল জাজিরা ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ইসরায়েলে কমপক্ষে ৩২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানের সবশেষ হামলায়। 

এদিকে ইরানের সবশেষ এ হামলায় ক্ষোভে ফুঁসে উঠেছে ইসরায়েল। সোরোকা মেডিকেল সেন্টারের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়াকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো। কঠিন প্রতিশোধের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

Your Opinion

We hate spam as much as you do