Tranding

05:13 PM - 01 Dec 2025

Home / World / সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

চুক্তির অন্যতম শর্ত হিসেবে বাকি ৪৭ জিম্মি ও এক ইসরাইলি সেনার লাশ ইসরাইলের কাছে হস্তান্তর করা হবে। জিম্মিদের মুক্তির খবরে তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ারে’ জমায়েত হওয়া হাজারো ইসরাইলি উল্লাসে ফেটে পড়েন। অপরদিকে, চুক্তির অংশ হিসেবে ইসরাইলের বিভিন্ন কারাগারে আটক হাজারো প‍্যালেস্টাইনবাসীদের মুক্তি দেয়া শুরু হয়েছে। মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ২৫০ জনকে ইসরাইলের নিরাপত্তা লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছিল

সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

 ১৪ অক্টোবর ২০২৫


২০২৩ সালের ৭ অক্টোবর জিম্মি হওয়া ইসরাইলিদের মধ্যে জীবিত আছেন এমন ২০ জনকে দাতব্য সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে প‍্যালেস্টাইনের  সংগঠন হামাস। গতকাল প্রথমে সাত ও পরে ১৩ জনকে মুক্তি দেয়া হয়। গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ইসরাইলি জিম্মিদের মুক্তি দিয়েছে হামাস।

 

চুক্তির অন্যতম শর্ত হিসেবে বাকি ৪৭ জিম্মি ও এক ইসরাইলি সেনার লাশ ইসরাইলের কাছে হস্তান্তর করা হবে। জিম্মিদের মুক্তির খবরে তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ারে’ জমায়েত হওয়া হাজারো ইসরাইলি উল্লাসে ফেটে পড়েন। অপরদিকে, চুক্তির অংশ হিসেবে ইসরাইলের বিভিন্ন কারাগারে আটক হাজারো প‍্যালেস্টাইনবাসীদের মুক্তি দেয়া শুরু হয়েছে। মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ২৫০ জনকে ইসরাইলের নিরাপত্তা লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছিল। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে ‘ইসরাইলি নাগরিক’ হত্যার অভিযোগ আছে। পাশাপাশি, আরও এক হাজার ৭০০ জনকে গাজার যুদ্ধ চলাকালীন সময় ইসরাইলি সেনা আটক করে। হামাসের দাবি, অন্যান্যদের পাশাপাশি সাত শীর্ষ প‍্যালেস্টাইন নেতাকেও মুক্তি দিতে হবে। সর্বশেষ তথ্য মতে, এ বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

 

Your Opinion

We hate spam as much as you do