এদিকে, আজ বৃহস্পতিবার রাজধানী কাবুল থেকে ১৩০ কিলোমিটার দূরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী গজনি দখলে নেয়ার দাবি করেছে তালেবান স্বশস্ত্র গ্রুপ। ফলে দেশটির প্রায় এক তৃতীয়াংশের নিয়ন্ত্রণ এখন তালেবানদের হাতে।
তালেবানদের ক্ষমতা ভাগাভাগি প্রস্তাব আফগান সরকারের
newscopes.in 12th august
একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল তালেবানদের হাতে চলে যাওয়ার পরই বরখাস্ত হলেন আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাই। ইতিমধ্যে তালেবানরা ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ১০টির নিয়ন্ত্রণ নেয়ার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ সিদ্ধান্ত নেন। এ বছর জুনে তাকে নিয়োগ দিয়েছিলেন তিনি। বিবিসির খবর অনুযায়ী এরইমধ্যে নতুন সেনাপ্রধান হিসেবে জেনালের হেবাতুল্লাহ আলীজাইকে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, আজ বৃহস্পতিবার রাজধানী কাবুল থেকে ১৩০ কিলোমিটার দূরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী গজনি দখলে নেয়ার দাবি করেছে তালেবান স্বশস্ত্র গ্রুপ। ফলে দেশটির প্রায় এক তৃতীয়াংশের নিয়ন্ত্রণ এখন তালেবানদের হাতে।
আফগানিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হেলমান্দের লস্করগাহ পুলিশ হেডকোয়ার্টারের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে চলে যাওয়ার পর কয়েকজন পুলিশ কর্মকর্তা আত্মসমর্পন করেন।
এ অবস্থায় তালেবানদের সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার। সরকারি সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, দেশজুড়ে অব্যাহত গৃহযুদ্ধ বন্ধের লক্ষ্যে এ প্রস্তাব দেয়া হয়। কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনার অংশ হিসেবে এ প্রস্তাবের মাধ্যমে দেশটিতে স্থিতিশীলতা চায় আফগান সরকার।
We hate spam as much as you do