Tranding

02:44 PM - 01 Dec 2025

Home / World / কলকাতায় চে-কন্যার ‘লড়াইয়ের’ ডাক , ISI থেকে যাদবপুর উত্তাল

কলকাতায় চে-কন্যার ‘লড়াইয়ের’ ডাক , ISI থেকে যাদবপুর উত্তাল

যাদবপুরের ভিড়, যাদবপুরের উচ্ছ্বাস দেখে আনন্দিত দেখায় চে কন্যাকেও। হাতে নেন মাইক। নিজ মাতৃভাষায় বলে ওঠেন, “কমরেড আপনারা এগিয়ে যান। আরও পড়ুন, লড়াই করুন। এটাই চে গেভেরার আদর্শ।”

কলকাতায় চে-কন্যার ‘লড়াইয়ের’ ডাক , ISI থেকে যাদবপুর উত্তাল

কলকাতায় চে-কন্যার ‘লড়াইয়ের’ ডাক , ISI থেকে যাদবপুর উত্তাল

 Jan 21, 2023  

এদিন চে-কন্যাকে স্বচক্ষে দেখে আনন্দে আত্মহারা হতে দেখা যায় যাদবপুরের পড়ুয়াদের। অ্যালেইদা যাদবপুরের (Jadavpur University) ওপেন এয়ার থিয়েটারের মঞ্চে পা রাখতেই কার্যত বর্ষণ শুরু হয় বামপন্থী আন্তর্জাতিক  স্লোগানের।

 চে-কন্যা ডাঃ অ্যালেইদা গেভারা (Aleida Guevara), বর্তমানে তিনি রয়েছেন এই শহরেই, কলকাতায়। তাঁকে সংবর্ধনা জানাতে বিগত কয়েকদিন ধরেই সাজ সাজ রব ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। অবশেষে হল প্রতীক্ষার অবসান। যাদবপুরের অনুষ্ঠানে শুক্রবার বিকালে পা রাখেন অ্যালেইদা। সঙ্গে তাঁর কন্যা অর্থনীতিবিদ এস্তেফানিয়া গেভারা।


এদিন চে-কন্যাকে স্বচক্ষে দেখে আনন্দে আত্মহারা হতে দেখা যায় যাদবপুরের পড়ুয়াদের। অ্যালেইদা মঞ্চে পা রাখতেই কার্যত দুনিয়ার মেহনতী স্লোগানে মুখরিত হয় যাদবপুরের ওপেন এয়ার থিয়েটার। মুহুর্মুহু উঠতে থাকে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান। সমবেত কণ্ঠে অ্যালেইদাকে লাল সেলাম জানাতে দেখা যায় ওএটি-তে সমবেত পড়ুয়ার দলকে। যাদবপুরের ভিড়, যাদবপুরের উচ্ছ্বাস দেখে আনন্দিত দেখায় চে কন্যাকেও। হাতে নেন মাইক। নিজ মাতৃভাষায় বলে ওঠেন, “কমরেড আপনারা এগিয়ে যান। আরও পড়ুন, লড়াই করুন। এটাই চে গেভেরার আদর্শ।”


ভারত সফরে এসে কেরল,তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবঙ্গেও যে তিনি আসছেন তা ঠিক হয়েছিল আগেই। সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (AIPSO) এবং ন্যাশনাল কমিটি ফর সলিডারিটি উইথ কিউবা (NCSC) একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে। দুই অতিথিকে দেওয়া হচ্ছে সংবর্ধনা। এবার তিনি সংবর্ধনা পেলেন শহর কলকাতাতে। শহরে থাকছেন ২০ এবং ২১ জানুয়ারি। যাদবপুরের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি শহরে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। কিউবার বিভিন্ন জনমুখী বিকল্পনীতি এবং সাম্রাজ্যবাদ বিরোধী গণ-উদ্যোগের পাশাপাশি ভারত-কিউবা মৈত্রী নিয়েও একাধিক অনুষ্ঠানে আলোচনা করছেন চে-কন্যা। তবে বাবার মতোই তাঁরও একটাই বার্তা জীবনসংগ্রামে হার মানলে চলবে না, লড়ে যেতে হবে। এগিয়ে যেতে হবে বিজয়ের দিকে। এদিন যাদবপুরের মঞ্চ থেকে সে কথাই বলতে শোনা গেল তাঁকে। তিনি বলেন, “কমরেড আপনারা এগিয়ে যান। আরও পড়ুন আর লড়াই করুন। আপনারা আপনাদের নিজেদের শাখায় ভাল একজন পেশাদার হয়ে উঠুন। পিছিয়ে যাবেন না। সর্বদা মানুষের সঙ্গে থাকবেন। যত বড়ই হন মানুষের সঙ্গে থাকবেন। আরও পড়াশোনা করতে হবে। মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। একইসঙ্গে লড়াই চালিয়ে যেতেই হবে। এটাই চে গেভেরার আদর্শ ছিল। সর্বদা বিজয়ের দিকে এগিয়ে যাবেন। তার জন্যই এই লড়াই।”

ভারতে এসে গত সপ্তাহে কোচিতে  গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় সম্মেলনে বৃন্দা কারাতের ডাকে অতিথি হয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে চেন্নাই হয়ে শহরে এলেন মার্ক্সিস্ট বিপ্লবীর কন্যা অ্যালেইদা। বেশ কিছুদিন আগে থেকেই অ্যালেইদা গুয়েভারাকে সম্মান জানানোর প্রস্তুতি চলছিল বামপন্থী সংগঠনগুলির পক্ষ থেকে। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় গণ সংবর্ধনা অনুষ্ঠানের পর আপ্লুত হয়ে পড়েন চে কন্যা। স্প্যানিশ ভাষাতে বক্তব্যও রাখেন মঞ্চ থেকে। চে- র আদর্শে সর্বোপরি মানুষকে ভালোবাসার বার্তা দেন তিনি।


যদিও এইবারই প্রথম কলকাতা সফর নয় চে- কন্যার। আমেরিকার গুয়ানতানামো বে’র জেলে বন্দি কিউবার পাঁচ বিপ্লবীর মুক্তির দাবি নিয়ে বিশ্বজুড়ে প্রচারের সময়ে ১৯৯৮ সালে প্রথমবার কলকাতায় এসেছিলেন অ্যালেইদা। তিন দিনের সেই সফরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়েই সংবর্ধনা দেওয়া হয়েছিল চে-কন্যাকে। লঞ্চে চেপে গঙ্গাবক্ষে ভ্রমণ করে কলকাতা চিনেছিলেন তিনি।

তবে শুধু অ্যালেইদা নন। তারও আগে ১৯৫৯ সালে কলকাতায় এসেছিলেন চে। তার প্রায় ৬৪ বছর পর ফের একবার এই শহরে পা রাখলেন তাঁর সুযোগ্য কন্যা। অ্যালেইদার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা। কোচিতে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। এ দিন বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার আগে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের এক সভায় যোগ দেন তিনি।

Your Opinion

We hate spam as much as you do