Tranding

02:20 PM - 01 Dec 2025

Home / Others / মেলার মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ? শান্তিনিকেতনে চিকিৎসাধীন নাবালিকা

মেলার মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ? শান্তিনিকেতনে চিকিৎসাধীন নাবালিকা

শান্তিনিকেতন থানার আদিত্যপুরে চড়ক মেলা ছিল৷ জানা গিয়েছে, সেই মেলা থেকে এক নাবালিকাকে অন্ধকার ফাঁকা মাঠে তুলে নিয়ে যায় ৫ যুবক। এরপরেই ধর্ষণ করা হয় নাবালিকাকে৷ পরিবার সূত্রে জানা গেছে, আদিবাসী বালিকা বৃহস্পতিবার রাতে চড়কের মেলা গিয়েছিল। মেলায় এক বন্ধুর সঙ্গে দেখা হলে দু’জন গল্প করছিল। মাঠের একটি দিকে তারা বসে গল্প করছিল। হঠাৎ জনা পাঁচেক যুবক সেখানে এসে ছেলেটিকে মারধর করে মেয়েটিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর মেয়েটিকে গণধর্ষণ করে সেখানেই তাকে ফেলে চলে যায় বলে অভিযোগ। পরে ওই নাবালিকার বন্ধু স্থানীয়দের খবর দিলে মেয়েটিকে উদ্ধার করে এলাকার কয়েকজন। শুক্রবার সকালে নির্যাতিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে শান্তিনিকেতন থানার পুলিস।

মেলার মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ? শান্তিনিকেতনে চিকিৎসাধীন নাবালিকা

মেলার মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ? শান্তিনিকেতনে চিকিৎসাধীন নাবালিকা

 

বোলপুর থানার অন্তর্গত সিয়ান মুলুক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আদিবাসী এক নাবালিকাকে গণধর্ষণের রেশ কাটতে না কাটতেই ফের গণধর্ষণের অভিযোগ। এবার মেলা থেকে তুলে নিয়ে গিয়ে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ। বোলপুরের পর এবার শান্তিনিকেতন থানা এলাকায় নাবালিকা গণধর্ষণের ঘটনায় উত্তেজনা এলাকায়৷

 

শান্তিনিকেতন থানার আদিত্যপুরে চড়ক মেলা ছিল৷ জানা গিয়েছে, সেই মেলা থেকে এক নাবালিকাকে অন্ধকার ফাঁকা মাঠে তুলে নিয়ে যায় ৫ যুবক। এরপরেই ধর্ষণ করা হয় নাবালিকাকে৷ পরিবার সূত্রে জানা গেছে, আদিবাসী বালিকা বৃহস্পতিবার রাতে চড়কের মেলা গিয়েছিল। মেলায় এক বন্ধুর সঙ্গে দেখা হলে দু’জন গল্প করছিল। মাঠের একটি দিকে তারা বসে গল্প করছিল। হঠাৎ জনা পাঁচেক যুবক সেখানে এসে ছেলেটিকে মারধর করে মেয়েটিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর মেয়েটিকে গণধর্ষণ করে সেখানেই তাকে ফেলে চলে যায় বলে অভিযোগ। পরে ওই নাবালিকার বন্ধু স্থানীয়দের খবর দিলে মেয়েটিকে উদ্ধার করে এলাকার কয়েকজন। শুক্রবার সকালে নির্যাতিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে শান্তিনিকেতন থানার পুলিস।

এদিন পরিবারের লোকজন শান্তিনিকেতন থানায় খবর দেয় ৷ খবর পেয়েই বোলপুরের এসডিপিও অভিষেক রায় ও শান্তিনিকেতন থানার ওসি দেবাশিস পণ্ডিত যান গ্রামে৷ ঘটনাস্থলে যান বীরভূমের পুলিস সুপার নগেন্দ্র ত্রিপাঠী। পুলিস সুপার বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।


নির্যাতিতা নাবালিকাকে চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তরা সম্ভবত, অন্য জেলা থেকে মেলায় ঘুরতে এসেছিল। পুলিস অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

 

Your Opinion

We hate spam as much as you do